স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে: সেলিমা রহমান
বরিশাল ব্যুরো
২৭ জানুয়ারি ২০২১, ২০:৪৪:৪৪ | অনলাইন সংস্করণ
বরিশালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমরা এখনো যুদ্ধের মধ্যে আছি। আমরা স্বাধীন নই। স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। দুঃশাসনের মধ্যে আছি আমরা। আমাদের মিছিল মিটিংয়ে বাধা আসে। তাই ঐক্য গড়ে তুলতে হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা থেকে এই ঐক্য গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আমরা কাজ করি অধিকার নিয়ে, জিয়াউর রহমানের অর্জন নিয়ে। এ অর্জনকে ধরে রাখতে হবে।
বুধবার বরিশালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এসব কথা বলেন।
বেলা ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ বিভাগীয় সভার সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চান, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুর রহমান, কর্নেল (অব.) শাহজাহান মিলন, অ্যাডভোকেট আবুল কালপাম শাহিন প্রমুখ।
উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিনা জামান, কাজী রওনক ইসলাম টিপু, নুরুল ইসলাম নয়ন, হায়দার আলি লেলিন, হাসান মামুন, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি মামুন খানসহ বিভিন্ন জেলার নেতারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে: সেলিমা রহমান
বরিশালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমরা এখনো যুদ্ধের মধ্যে আছি। আমরা স্বাধীন নই। স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। দুঃশাসনের মধ্যে আছি আমরা। আমাদের মিছিল মিটিংয়ে বাধা আসে। তাই ঐক্য গড়ে তুলতে হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা থেকে এই ঐক্য গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আমরা কাজ করি অধিকার নিয়ে, জিয়াউর রহমানের অর্জন নিয়ে। এ অর্জনকে ধরে রাখতে হবে।
বুধবার বরিশালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এসব কথা বলেন।
বেলা ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ বিভাগীয় সভার সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চান, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুর রহমান, কর্নেল (অব.) শাহজাহান মিলন, অ্যাডভোকেট আবুল কালপাম শাহিন প্রমুখ।
উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিনা জামান, কাজী রওনক ইসলাম টিপু, নুরুল ইসলাম নয়ন, হায়দার আলি লেলিন, হাসান মামুন, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি মামুন খানসহ বিভিন্ন জেলার নেতারা।