ঠাকুরগাঁও প্রতিনিধি ১৬ এপ্রিল ২০১৮, ২১:৩৪ | অনলাইন সংস্করণ
মা হারানোর শোক কাটিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফিরলেন। সোমবার বিকালে ঠাকুরগাঁও নিজ শহর ছেড়ে তিনি আকাশপথে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
এর আগে মির্জা ফখরুল তার পৈতৃক বাসভবনে জেলা, উপজেলা ও পৌর কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নতুন কমিটি ঘোষণা করেন।
গত বুধবার দুপুরে মির্জা ফখরুলের মা ফাতেমা আমিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন দুপুরে মৃতদেহ বহনকারী একটি গাড়িতে তার মাকে নিয়ে তিনি নিজ জেলায় ফেরেন।
শুক্রবার ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বাদ আসর মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। রোববার বিকালে ফখরুলের মায়ের দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৮