যে কারণে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর সভাপতিকে অব্যাহতি
যুগান্তর প্রতিবেদন
৩০ নভেম্বর ২০২১, ১৭:৫২:০২ | অনলাইন সংস্করণ
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন। ১৪ নভেম্বর তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় তার সমর্থকরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়।
ছাত্রলীগের একজন কেন্দ্রীয় সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তেযুগান্তরকে একই কথাবলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার দিন ইব্রাহিমের সমর্থকরা ঢাকার যানজটপূর্ণ রাস্তায় গণ জমায়েত মতো করে। এদিন এসএসসি পরীক্ষা ছিল। যানজটের কারণে অনেক পরীক্ষার্থী যথাসময়ে উপস্থিত হতে পারেনি। এটা নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়। তার জেরে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন দেওয়া হলে তারা রিসিভ করেননি। তবে কেন্দ্রীয় এই সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. ইব্রাহিম হোসেন (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর) কে তার নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
এদিকে এই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা বলছেন, কর্মীদের অতিরিক্ত তেলবাজির কারণেই এমনটি হয়েছে।
মুজাহিদুল ইসলাম সোহাগ নামে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফেসবুকে লিখেছেন, নেতার সবচেয়ে বড় ক্ষতিটা করে নেতার চামচাগুলা। এজন্য নেতাকে অনেক ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। মনে রাখতে হবে, যে রাজনীতি করার লোক, সে কখনও চমচাগিরি করতে পছন্দ করবে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যে কারণে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর সভাপতিকে অব্যাহতি
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন। ১৪ নভেম্বর তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় তার সমর্থকরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়।
ছাত্রলীগের একজন কেন্দ্রীয় সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে একই কথা বলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার দিন ইব্রাহিমের সমর্থকরা ঢাকার যানজটপূর্ণ রাস্তায় গণ জমায়েত মতো করে। এদিন এসএসসি পরীক্ষা ছিল। যানজটের কারণে অনেক পরীক্ষার্থী যথাসময়ে উপস্থিত হতে পারেনি। এটা নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়। তার জেরে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন দেওয়া হলে তারা রিসিভ করেননি। তবে কেন্দ্রীয় এই সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. ইব্রাহিম হোসেন (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর) কে তার নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
এদিকে এই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা বলছেন, কর্মীদের অতিরিক্ত তেলবাজির কারণেই এমনটি হয়েছে।
মুজাহিদুল ইসলাম সোহাগ নামে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফেসবুকে লিখেছেন, নেতার সবচেয়ে বড় ক্ষতিটা করে নেতার চামচাগুলা। এজন্য নেতাকে অনেক ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। মনে রাখতে হবে, যে রাজনীতি করার লোক, সে কখনও চমচাগিরি করতে পছন্দ করবে না।