‘এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন’, শামীম প্রসঙ্গে আইভী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ২০:০৪:৫০ | অনলাইন সংস্করণ
প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান এমপি প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নে বেশ কয়েক দিন ধরেই বিরক্ত হচ্ছেন সরকারদলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। প্রতিদিনই প্রচারণাকালে গণমাধ্যমে মুখোমুখি হয়ে তাকে শামীম ওসমান ইস্যুতে প্রশ্ন শুনতে হয় এবং জবাবও দিতে হয়।
এবার সেই বিরক্তির বিষয়টি তিনি সরাসরিই প্রকাশ করেছেন। বুধবার সকালে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগকালে ‘শামীম ওসমান আপনার সঙ্গে আছেন কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, আপনারা এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন? আরও তো অনেক বিষয় আছে, সেগুলো বলেন। আমি তো আগেও বলেছি তিনি নৌকার লোক, নৌকার পক্ষেই আছেন। নৌকা ছাড়া যাবেন কোথায়?
নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১১ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৬ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন’, শামীম প্রসঙ্গে আইভী
প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান এমপি প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নে বেশ কয়েক দিন ধরেই বিরক্ত হচ্ছেন সরকারদলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। প্রতিদিনই প্রচারণাকালে গণমাধ্যমে মুখোমুখি হয়ে তাকে শামীম ওসমান ইস্যুতে প্রশ্ন শুনতে হয় এবং জবাবও দিতে হয়।
এবার সেই বিরক্তির বিষয়টি তিনি সরাসরিই প্রকাশ করেছেন। বুধবার সকালে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগকালে ‘শামীম ওসমান আপনার সঙ্গে আছেন কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, আপনারা এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন? আরও তো অনেক বিষয় আছে, সেগুলো বলেন। আমি তো আগেও বলেছি তিনি নৌকার লোক, নৌকার পক্ষেই আছেন। নৌকা ছাড়া যাবেন কোথায়?
নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১১ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৬ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে।