চুনারুঘাটে উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন 

 চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি  
১৪ জানুয়ারি ২০২২, ০৮:৫৫ পিএম  |  অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা ইউনিটের চুনারুঘাট উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অনুমতিক্রমে হবিগঞ্জ জেলা যুবদলের কমিটি প্রকাশ করে। 

চুনারুঘাট উপজেলা কমিটিতে অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরীকে আহব্বায়ক ও কাউন্সিলর লুৎফর রহমান জালালকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

এছাড়া চুনারুঘাট পৌরসভা কমিটিতে আব্দুল আওয়ালকে আহব্বায়ক ও কামরুল হাসান মাসুমকে সদস্য সচিব করে ৩২ সদস্যবিশিষ্ট আহব্বায়ক কমিটি অনুমোদন করেন হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন