‘দেশের মানুষ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে’
যুগান্তর প্রতিবেদন
১৭ জানুয়ারি ২০২২, ২১:২৭:৪৩ | অনলাইন সংস্করণ
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের আশায় এক বুক আশা নিয়ে চেয়ে আছে জাতীয় পার্টি দিকে। বিএনপি ১২ বছর ক্ষমতার বাইরে থেকেই দিশেহারা হয়ে গেছে। আর জাতীয় পার্টির এরশাদ সৈনিকরা ৩১ বছর ক্ষমতার বাইরে থেকেও সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে আছে। দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে বুঝতে পারবেন জনসমর্থন কার কত আছে।
সোমবার বিকালে বনানীস্থ দলীয় চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মুজিবুল হক চুন্নু আরো বলেন, জাতীয় পার্টির রাজনীতি সাধারণ মানুষের জন্য। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।
তিনি বলেন, দেশের মানুষ পানির নিচ দিয়ে রেল লাইন আর মাথার উপর দিয়ে গাড়ির লাইন চায় না। দেশের মানুষ চায় প্রত্যেকটি উপজেলায় চিকিৎসাসেবা বিশেষায়িত হাসপাতাল। যেখানে বিনামূল্যে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে।
জাপা মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাংগঠকিভাবে প্রস্তুত হোন, জাতীয় পার্টি এককভাবেই আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে।
বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির মতবিনিময় সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মেজর (অব.) রানা মো. সোহেল এমপির সভাপতিত্বে এবং পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহাসিন উল ইসলাম হাবুল, সদস্য সচিব ও পার্টির যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি ও পার্টির যুগ্ম মহাসচিব একেএম মর্তুজা আবেদিন ও সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. বেলাল হোসেন, দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, তিতাস মোস্তফা, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম রহমান পারভেজ, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, জিএম শফিক, লিটন, রেজাউল করিম প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘দেশের মানুষ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে’
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের আশায় এক বুক আশা নিয়ে চেয়ে আছে জাতীয় পার্টি দিকে। বিএনপি ১২ বছর ক্ষমতার বাইরে থেকেই দিশেহারা হয়ে গেছে। আর জাতীয় পার্টির এরশাদ সৈনিকরা ৩১ বছর ক্ষমতার বাইরে থেকেও সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে আছে। দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে বুঝতে পারবেন জনসমর্থন কার কত আছে।
সোমবার বিকালে বনানীস্থ দলীয় চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মুজিবুল হক চুন্নু আরো বলেন, জাতীয় পার্টির রাজনীতি সাধারণ মানুষের জন্য। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।
তিনি বলেন, দেশের মানুষ পানির নিচ দিয়ে রেল লাইন আর মাথার উপর দিয়ে গাড়ির লাইন চায় না। দেশের মানুষ চায় প্রত্যেকটি উপজেলায় চিকিৎসাসেবা বিশেষায়িত হাসপাতাল। যেখানে বিনামূল্যে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে।
জাপা মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাংগঠকিভাবে প্রস্তুত হোন, জাতীয় পার্টি এককভাবেই আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে।
বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির মতবিনিময় সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মেজর (অব.) রানা মো. সোহেল এমপির সভাপতিত্বে এবং পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহাসিন উল ইসলাম হাবুল, সদস্য সচিব ও পার্টির যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি ও পার্টির যুগ্ম মহাসচিব একেএম মর্তুজা আবেদিন ও সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. বেলাল হোসেন, দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, তিতাস মোস্তফা, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম রহমান পারভেজ, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, জিএম শফিক, লিটন, রেজাউল করিম প্রমুখ।