বিএনপি নেতা আমীর খসরু সস্ত্রীক করোনা আক্রান্ত
যুগান্তর প্রতিবেদন
২৭ জানুয়ারি ২০২২, ১৩:০৩:৩০ | অনলাইন সংস্করণ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাদের করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।
আমির খসরু ও তার স্ত্রী রাজধানীর বাসায় অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আমির খসরু। তিনি বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, সর্দি-জ্বর, শরীর ব্যথাসহ কিছু উপসর্গে ভুগছি। ডাক্তারের পরামর্শে বাসায়ই চিকিৎসা নিচ্ছি।
বিএনপির আরও কয়েকজন নেতা কোভিডে আক্রান্ত। সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার তার করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনও করোনাভাইরাসে আক্রান্ত। তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিএনপি নেতা আমীর খসরু সস্ত্রীক করোনা আক্রান্ত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাদের করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।
আমির খসরু ও তার স্ত্রী রাজধানীর বাসায় অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আমির খসরু। তিনি বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, সর্দি-জ্বর, শরীর ব্যথাসহ কিছু উপসর্গে ভুগছি। ডাক্তারের পরামর্শে বাসায়ই চিকিৎসা নিচ্ছি।
বিএনপির আরও কয়েকজন নেতা কোভিডে আক্রান্ত। সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার তার করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনও করোনাভাইরাসে আক্রান্ত। তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।