সরকার দেশকে কারাগারে পরিণত করেছে: বুলু
যুগান্তর প্রতিবেদন
১৪ নভেম্বর ২০২২, ১৯:০২:৫৯ | অনলাইন সংস্করণ
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির দলনেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, হামলা মামলাবাজ ও ভোট ডাকাত সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। নিজগৃহে শান্তিতে থাকতে হলে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করানোর বিকল্প নেই।
তিনি বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও আজ নিজগৃহে অন্তরীণ আছেন। দেশকে এভাবে চলতে দেওয়া যায় না। আর সেজন্যই বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ সফল করার মধ্য দিয়ে গণআন্দোলনে পরিণত করে হাসিনার পতন নিশ্চিত করতে হবে।
আগামী ২৬ নভেম্বরের কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও এর অঙ্গ, সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় বুলু এসব কথা বলেন।
কুমিল্লার নূর মহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির সমন্বয়ক মো. মোস্তাক মিয়া।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপিকা ড. শাহেদা রফিক, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, রফিক শিকদার, একরামুল হক বিপ্লব, ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সরকার দেশকে কারাগারে পরিণত করেছে: বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির দলনেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, হামলা মামলাবাজ ও ভোট ডাকাত সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। নিজগৃহে শান্তিতে থাকতে হলে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করানোর বিকল্প নেই।
তিনি বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও আজ নিজগৃহে অন্তরীণ আছেন। দেশকে এভাবে চলতে দেওয়া যায় না। আর সেজন্যই বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ সফল করার মধ্য দিয়ে গণআন্দোলনে পরিণত করে হাসিনার পতন নিশ্চিত করতে হবে।
আগামী ২৬ নভেম্বরের কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও এর অঙ্গ, সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় বুলু এসব কথা বলেন।
কুমিল্লার নূর মহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির সমন্বয়ক মো. মোস্তাক মিয়া।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপিকা ড. শাহেদা রফিক, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, রফিক শিকদার, একরামুল হক বিপ্লব, ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।