১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে বিএনপি ভুল করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
৩০ নভেম্বর ২০২২, ১৫:৪০:২৭ | অনলাইন সংস্করণ
ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে বিশৃঙ্খলা নিয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশ করতে বিএনপি দুটি জায়গা চেয়েছিল। আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছি। তার পরও যদি সমাবেশ ঘিরে অরাজকতা করার চেষ্টা করে তা হলে বিএনপি ভুল করবে।
বুধবার বেলা ১১টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের অডিটরিয়মে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির যুক্তিকত তুলে ধরেড স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দুটি জায়গার কথা বলেছে, সোহরাওয়ার্দী ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে। তাদের দাবির প্রতি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নয়াপল্টনে সড়কে সমাবেশের কথা বলছে। লাখ লাখ মানুষের সমাগম করতে চাইছে। সড়কের যে অবস্থা তাতে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া যায়। এতে নগরবাসীর দুর্ভোগ বেড়ে যাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে বিএনপি ভুল করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে বিশৃঙ্খলা নিয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশ করতে বিএনপি দুটি জায়গা চেয়েছিল। আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছি। তার পরও যদি সমাবেশ ঘিরে অরাজকতা করার চেষ্টা করে তা হলে বিএনপি ভুল করবে।
বুধবার বেলা ১১টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের অডিটরিয়মে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির যুক্তিকত তুলে ধরেড স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দুটি জায়গার কথা বলেছে, সোহরাওয়ার্দী ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে। তাদের দাবির প্রতি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নয়াপল্টনে সড়কে সমাবেশের কথা বলছে। লাখ লাখ মানুষের সমাগম করতে চাইছে। সড়কের যে অবস্থা তাতে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া যায়। এতে নগরবাসীর দুর্ভোগ বেড়ে যাবে।