নাইটিঙ্গেল মোড়ে ছাত্রদলের বিক্ষোভ
আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে সফল করার লক্ষ্যে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালে নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল বের করে পল্টনে গিয়ে সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। এতে আরও অংশ নেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল রিয়াদ,সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ইব্রাহিম খলিল, সোহেল রানা,এস এম হলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহম্মেদ,রেদোয়ান জয়,সূর্যসেন হলের তানভীর হাসান,ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আল আমিনসহ শতাধিক নেতাকর্মী।
মিছিল শেষে আক্তারুজ্জামান আক্তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই জনবিচ্ছিন্ন লুটেরা সরকার আজ ক্ষমতা হারানোর ভয়ে রাষ্ট্রযন্ত্রকে সাধারণ জনগণের বিপরীতে দাড় করিয়ে সাধারণ জনগণের বাক স্বাধীনতা হরণ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে যেকোন প্রতিকূলতা মোকাবেলা করে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গণমানুষের মুক্তির সমাবেশ সফল করবো।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাইটিঙ্গেল মোড়ে ছাত্রদলের বিক্ষোভ
আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে সফল করার লক্ষ্যে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালে নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল বের করে পল্টনে গিয়ে সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। এতে আরও অংশ নেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল রিয়াদ,সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ইব্রাহিম খলিল, সোহেল রানা,এস এম হলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহম্মেদ,রেদোয়ান জয়,সূর্যসেন হলের তানভীর হাসান,ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আল আমিনসহ শতাধিক নেতাকর্মী।
মিছিল শেষে আক্তারুজ্জামান আক্তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই জনবিচ্ছিন্ন লুটেরা সরকার আজ ক্ষমতা হারানোর ভয়ে রাষ্ট্রযন্ত্রকে সাধারণ জনগণের বিপরীতে দাড় করিয়ে সাধারণ জনগণের বাক স্বাধীনতা হরণ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে যেকোন প্রতিকূলতা মোকাবেলা করে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গণমানুষের মুক্তির সমাবেশ সফল করবো।