কুমিল্লা দক্ষিণ আ.লীগের সভাপতি মুস্তফা কামাল সম্পাদক মুজিবুল হক
কুমিল্লা ব্যুরো
০৮ ডিসেম্বর ২০২২, ২১:৪৬:১৭ | অনলাইন সংস্করণ
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব আবারো অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের হাতে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা হাইস্কুল মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
কাউন্সিলর এবং ডেলিগেটরদের সম্মতিতেই কমিটির নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সম্মেলনে জানানো হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই টানটান উত্তেজনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। দেরি করে আসায় সম্মেলনের মাঠে প্রবেশ করতে পারেননি স্থানীয় সরকার মন্ত্রীর অনুসারীরা। তারা সম্মেলনের মাঠের পাশে সড়কে অবস্থান নিয়ে তাজু ভাই তাজু ভাই বলে স্লোগান দিতে থাকলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুসারীরাও মাঠ থেকে কামাল ভাই কামাল ভাই বলে স্লোগান দিতে থাকেন।
এতে পরিবেশ খানিকটা উত্তপ্ত হয়। পরে দলের কেন্দ্রীয় নেতারা মঞ্চে প্রবেশ করার পর পরিবেশ শান্ত হয়ে যায়। উভয়পক্ষ স্লোগান বন্ধ করে দেয়।
এর আগে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল। সেবারও সভাপতি পদে তৎকালীন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি এবং রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লা দক্ষিণ আ.লীগের সভাপতি মুস্তফা কামাল সম্পাদক মুজিবুল হক
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব আবারো অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের হাতে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা হাইস্কুল মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
কাউন্সিলর এবং ডেলিগেটরদের সম্মতিতেই কমিটির নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সম্মেলনে জানানো হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই টানটান উত্তেজনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। দেরি করে আসায় সম্মেলনের মাঠে প্রবেশ করতে পারেননি স্থানীয় সরকার মন্ত্রীর অনুসারীরা। তারা সম্মেলনের মাঠের পাশে সড়কে অবস্থান নিয়ে তাজু ভাই তাজু ভাই বলে স্লোগান দিতে থাকলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুসারীরাও মাঠ থেকে কামাল ভাই কামাল ভাই বলে স্লোগান দিতে থাকেন।
এতে পরিবেশ খানিকটা উত্তপ্ত হয়। পরে দলের কেন্দ্রীয় নেতারা মঞ্চে প্রবেশ করার পর পরিবেশ শান্ত হয়ে যায়। উভয়পক্ষ স্লোগান বন্ধ করে দেয়।
এর আগে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল। সেবারও সভাপতি পদে তৎকালীন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি এবং রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।