‘যে কোনো মূল্যে ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি’
যুগান্তর প্রতিবেদন
০৯ ডিসেম্বর ২০২২, ১৪:৫০:১৪ | অনলাইন সংস্করণ
বাধা-বিপত্তি, গ্রেফতার ও হামলা-মামলা মোকাবিলা করে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি— এমনটি জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তারা যে কোনো মূল্যে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ এ কথা বলেন।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডিবি পুলিশ নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে আজ। কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে সমাবেশের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মির্জা ফখরুল-আব্বাসকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জানি সরকার আমাদের বাধা দেবে, তার পরও আমরা মাঠে নামব। ১০ ডিসেম্বর আমরা যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ করব।’
আগামীকাল শনিবার ঢাকার বিএনপির সমাবেশের দিন নির্ধারিত রয়েছে। তবে দলটি এখনো সমাবেশের স্থান বুঝে পায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘যে কোনো মূল্যে ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি’
বাধা-বিপত্তি, গ্রেফতার ও হামলা-মামলা মোকাবিলা করে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি— এমনটি জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তারা যে কোনো মূল্যে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ এ কথা বলেন।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডিবি পুলিশ নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে আজ। কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে সমাবেশের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মির্জা ফখরুল-আব্বাসকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জানি সরকার আমাদের বাধা দেবে, তার পরও আমরা মাঠে নামব। ১০ ডিসেম্বর আমরা যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ করব।’
আগামীকাল শনিবার ঢাকার বিএনপির সমাবেশের দিন নির্ধারিত রয়েছে। তবে দলটি এখনো সমাবেশের স্থান বুঝে পায়নি।