ফখরুল-আব্বাসকে তোলা হচ্ছে আদালতে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানোর পর আদালতে তোলা হচ্ছে। শুক্রবার দুপুরের পর তাদের আদালতে নেওয়ার কথা জানিয়েছে ডিবি পুলিশ।
নয়াপল্টনে গত ৮ ডিসেম্বর পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় নির্দেশদাতা হিসেবে এ দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গত ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
ডিবি প্রধান জানান, দুপুরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও আব্বাসকে আদালতে নেওয়া হবে।
পরিবার ও দলের পক্ষ থেকে জানানো হয়, রাত ৩টার দিকে সাদা পোশাকের পুলিশ বিএনপির অন্যতম শীর্ষ এ দুই নেতাকে নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। এর পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফখরুল-আব্বাসকে তোলা হচ্ছে আদালতে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানোর পর আদালতে তোলা হচ্ছে। শুক্রবার দুপুরের পর তাদের আদালতে নেওয়ার কথা জানিয়েছে ডিবি পুলিশ।
নয়াপল্টনে গত ৮ ডিসেম্বর পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় নির্দেশদাতা হিসেবে এ দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গত ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
ডিবি প্রধান জানান, দুপুরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও আব্বাসকে আদালতে নেওয়া হবে।
পরিবার ও দলের পক্ষ থেকে জানানো হয়, রাত ৩টার দিকে সাদা পোশাকের পুলিশ বিএনপির অন্যতম শীর্ষ এ দুই নেতাকে নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। এর পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।