সরকার পতনের আন্দোলন নিয়ে যা বললেন খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিগগিরই সরকার পতন আন্দোলনের ডাক দেওয়া হবে। যেদিন ঢাকায় চলো, ঢাকায় চলো- ডাক আসবে সেদিন আর কেউ ঘরে বসে থাকবেন না। সেদিনই আমরা সরকার পতনের পূর্ণাঙ্গ ডাক দেব, সেটা খুব শিগগিরই।
তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের অনেকেরই ধারণা ছিল ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে আমরা বড় ধরনের আন্দোলনের ঘোষণা করব। কিন্তু না ঢাকার গণসমাবেশ ছিল বিভাগীয় গণসমাবেশ। অন্যান্য জেলায় যেরকম গণসমাবেশ হয়েছে ঢাকার গণসমাবেশও একই। তবে আমরা আন্দোলনের ১০ দফা ঘোষণা করেছি। এর মধ্যে আমাদের গণমিছিল, গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সারা দেশে মানুষ স্বতঃষ্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নিয়েছে। এরপর আমরা গণঅভ্যুত্থানের ডাক দেব। সবাই এ কর্মসূচি পালন করবেন।
রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সৈয়দপুর এলাকায় হোটেল নূর মহলে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফার ব্যাখ্যা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসার পর এবার ইভিএম দিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এ কৌশল এবং ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না।
তিনি বলেন, কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং স্মরণকালের সেরা সমাবেশ। ওই সমাবেশে কুমিল্লার নেতাকর্মীরা শৃঙ্খলার পরিচয় দিয়েছে। আজকের কর্মশালায় এই শৃঙ্খলা বজায় রয়েছে। আগামী দিনে সুশৃঙ্খলভাবে আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব বাধা-বিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদ। কর্মশালার সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
কর্মশালায় কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সরকার পতনের আন্দোলন নিয়ে যা বললেন খন্দকার মোশাররফ
কুমিল্লা ব্যুরো
০৮ জানুয়ারি ২০২৩, ২২:৩৮:১২ | অনলাইন সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিগগিরই সরকার পতন আন্দোলনের ডাক দেওয়া হবে। যেদিন ঢাকায় চলো, ঢাকায় চলো- ডাক আসবে সেদিন আর কেউ ঘরে বসে থাকবেন না। সেদিনই আমরা সরকার পতনের পূর্ণাঙ্গ ডাক দেব, সেটা খুব শিগগিরই।
তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের অনেকেরই ধারণা ছিল ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে আমরা বড় ধরনের আন্দোলনের ঘোষণা করব। কিন্তু না ঢাকার গণসমাবেশ ছিল বিভাগীয় গণসমাবেশ। অন্যান্য জেলায় যেরকম গণসমাবেশ হয়েছে ঢাকার গণসমাবেশও একই। তবে আমরা আন্দোলনের ১০ দফা ঘোষণা করেছি। এর মধ্যে আমাদের গণমিছিল, গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সারা দেশে মানুষ স্বতঃষ্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নিয়েছে। এরপর আমরা গণঅভ্যুত্থানের ডাক দেব। সবাই এ কর্মসূচি পালন করবেন।
রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সৈয়দপুর এলাকায় হোটেল নূর মহলে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফার ব্যাখ্যা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসার পর এবার ইভিএম দিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এ কৌশল এবং ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না।
তিনি বলেন, কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং স্মরণকালের সেরা সমাবেশ। ওই সমাবেশে কুমিল্লার নেতাকর্মীরা শৃঙ্খলার পরিচয় দিয়েছে। আজকের কর্মশালায় এই শৃঙ্খলা বজায় রয়েছে। আগামী দিনে সুশৃঙ্খলভাবে আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব বাধা-বিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদ। কর্মশালার সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
কর্মশালায় কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023