শেখ হাসিনা বাঘের পিঠে বসে আছেন: বুলু
jugantor
শেখ হাসিনা বাঘের পিঠে বসে আছেন: বুলু

  গাজীপুর প্রতিনিধি  

২৫ জানুয়ারি ২০২৩, ২৩:০২:৪৫  |  অনলাইন সংস্করণ

বিএনপির সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা বাঘের পিঠে বসে আছেন। যদি নামতে চান তবে বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়ে সমঝোতা করেন। বেগম জিয়াই আপনাকে সুষ্ঠুভাবে নামাতে পারেন।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৪ বছরে শুধু লুটেরা তৈরি করেছে। এ লুটেরারাই গ্যাস-বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করছে। আওয়ামী লীগ জনগণের ওপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। দেশ মুক্তিযুদ্ধের চেতনার বাইরে চলে গেছে।

বুধবার বিকালে নগরীর রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ফিরিয়ে আনাই ২৭ দফার মূলকথা। আমাদের ১০ দফার আন্দোলন করতে গিয়েই ১৫ জন শহিদ হয়েছেন। ভোটের অধিকার না ফেরা পর্যন্ত এ আন্দোলন চলবেই।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএস সুরুজ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় সদস্য কাজী সায়েদুল আলম বাবুল, ডা. মাজহারুল অলম, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস প্রমুখ।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বাঘের পিঠে বসে আছেন: বুলু

 গাজীপুর প্রতিনিধি 
২৫ জানুয়ারি ২০২৩, ১১:০২ পিএম  |  অনলাইন সংস্করণ

বিএনপির সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা বাঘের পিঠে বসে আছেন। যদি নামতে চান তবে বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়ে সমঝোতা করেন। বেগম জিয়াই আপনাকে সুষ্ঠুভাবে নামাতে পারেন।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৪ বছরে শুধু লুটেরা তৈরি করেছে। এ লুটেরারাই গ্যাস-বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করছে। আওয়ামী লীগ জনগণের ওপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। দেশ মুক্তিযুদ্ধের চেতনার বাইরে চলে গেছে।

বুধবার বিকালে নগরীর রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ফিরিয়ে আনাই ২৭ দফার মূলকথা। আমাদের ১০ দফার আন্দোলন করতে গিয়েই ১৫ জন শহিদ হয়েছেন। ভোটের অধিকার না ফেরা পর্যন্ত এ আন্দোলন চলবেই।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএস সুরুজ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় সদস্য কাজী সায়েদুল আলম বাবুল, ডা. মাজহারুল অলম, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস প্রমুখ।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন