ঋণ করে এই সরকার ঘি দিয়ে ভাত খাচ্ছে: টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ দিনরাত উন্নয়নের কথা বলে। কিসের উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে কনক্রিটের। জনগণের জীবনমানের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে জনগণের মাথাপিছু ঋণ। ঋণ করে এই সরকার ঘি দিয়ে ভাত খাচ্ছে। নিজেদের বিলাসবহুল জীবনযাপনের জন্য মেগা প্রকল্প দেখিয়ে বিদেশ থেকে থেকে ঋণ করে এনে সে টাকা লোপাট করছে।
বুধবার বিকালে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগ রাজশাহীতে জনসভা করবে। এটি ভালো কথা; কিন্তু এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কী করেছেন। তাদের বাড়িতে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা হামলা করছে। ঘরের দরজায় লাথি মারছে। রাজশাহীতে বিএনপির সমাবেশের সময়ও তারা এরকমই করেছিল। আবার এখনো করছে। এটা আসলে রুটিনওয়ার্কে পরিণত হয়েছে।
রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঋণ করে এই সরকার ঘি দিয়ে ভাত খাচ্ছে: টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ দিনরাত উন্নয়নের কথা বলে। কিসের উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে কনক্রিটের। জনগণের জীবনমানের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে জনগণের মাথাপিছু ঋণ। ঋণ করে এই সরকার ঘি দিয়ে ভাত খাচ্ছে। নিজেদের বিলাসবহুল জীবনযাপনের জন্য মেগা প্রকল্প দেখিয়ে বিদেশ থেকে থেকে ঋণ করে এনে সে টাকা লোপাট করছে।
বুধবার বিকালে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগ রাজশাহীতে জনসভা করবে। এটি ভালো কথা; কিন্তু এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কী করেছেন। তাদের বাড়িতে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা হামলা করছে। ঘরের দরজায় লাথি মারছে। রাজশাহীতে বিএনপির সমাবেশের সময়ও তারা এরকমই করেছিল। আবার এখনো করছে। এটা আসলে রুটিনওয়ার্কে পরিণত হয়েছে।
রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রমুখ।