ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন গয়েশ্বর
যুগান্তর প্রতিবেদন
৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯:০৭ | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের এটা মরণযাত্রা না। এ যাত্রা আপনাদের জন্য আগাম শোকযাত্রা।
তিনি বলেন, এটা আমাদের কোনো মরণযাত্রা না। আপনারা মরলে জানাজা পড়ানোর লোক থাকে না। তাই আমরা আগাম আপনাদের জন্য শোক মিছিল করছি। ভবিষ্যতে তো আপনাদের জন্য শোক মিছিল করার কেউ থাকবে না। সুতরাং এ শোক মিছিলের মধ্য দিয়েই এ অবৈধ সরকারকে পতন করব। এই মাফিয়া সরকারের হাত থেকে এ দেশকে জনগণের হাতে তুলে দেব।
সোমবার দুপুর আড়াইটায় রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনের সড়কে পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন গয়েশ্বর।
গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে রাজধানীতে চারদিনের পদযাত্রার আজ দ্বিতীয় দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয়। শ্যামপুরের জুরাইন রেল গেটের কাছাকাছি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, এ অবৈধ সরকার সব ব্যাংক খালি করে দেশকে দেউলিয়ার পথে ঠেলে দিয়েছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আমাদের এ পদযাত্রার মাধ্যমেই রাজপথ দখল করব এবং এ স্বৈরাচার সরকারকে পতন করব।
‘দেশের জনগণের একটাই দাবি, নিরপেক্ষ নির্বাচন। মুদ্রা পাচারকারী শিশু হত্যাকারী সরকারকে এ দেশের জনগণ আর দেখতে চায় না। কিন্তু এ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, আশা করছি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারব এবং দেশের প্রকৃত মালিক জনগণকে তাদের মালিকানা ফেরত দিতে পারব।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় পদযাত্রা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, হাবিবুর রহমান হাবিব, আজিজুর বারী হেলাল, মীর সরফত আলী সপু, কামরুজ্জামান রতন, নবী উল্লাহ নবী, সাইফুল আলম নীরব, আব্দুল মোনায়েম মুন্না, মীর নেওয়াজ আলী, ইসহাক সরকার, হাবিবুর রশীদ হাবীব, রিয়াজ উদ্দীন নসু প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন গয়েশ্বর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের এটা মরণযাত্রা না। এ যাত্রা আপনাদের জন্য আগাম শোকযাত্রা।
তিনি বলেন, এটা আমাদের কোনো মরণযাত্রা না। আপনারা মরলে জানাজা পড়ানোর লোক থাকে না। তাই আমরা আগাম আপনাদের জন্য শোক মিছিল করছি। ভবিষ্যতে তো আপনাদের জন্য শোক মিছিল করার কেউ থাকবে না। সুতরাং এ শোক মিছিলের মধ্য দিয়েই এ অবৈধ সরকারকে পতন করব। এই মাফিয়া সরকারের হাত থেকে এ দেশকে জনগণের হাতে তুলে দেব।
সোমবার দুপুর আড়াইটায় রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনের সড়কে পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন গয়েশ্বর।
গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে রাজধানীতে চারদিনের পদযাত্রার আজ দ্বিতীয় দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয়। শ্যামপুরের জুরাইন রেল গেটের কাছাকাছি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, এ অবৈধ সরকার সব ব্যাংক খালি করে দেশকে দেউলিয়ার পথে ঠেলে দিয়েছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আমাদের এ পদযাত্রার মাধ্যমেই রাজপথ দখল করব এবং এ স্বৈরাচার সরকারকে পতন করব।
‘দেশের জনগণের একটাই দাবি, নিরপেক্ষ নির্বাচন। মুদ্রা পাচারকারী শিশু হত্যাকারী সরকারকে এ দেশের জনগণ আর দেখতে চায় না। কিন্তু এ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, আশা করছি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারব এবং দেশের প্রকৃত মালিক জনগণকে তাদের মালিকানা ফেরত দিতে পারব।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় পদযাত্রা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, হাবিবুর রহমান হাবিব, আজিজুর বারী হেলাল, মীর সরফত আলী সপু, কামরুজ্জামান রতন, নবী উল্লাহ নবী, সাইফুল আলম নীরব, আব্দুল মোনায়েম মুন্না, মীর নেওয়াজ আলী, ইসহাক সরকার, হাবিবুর রশীদ হাবীব, রিয়াজ উদ্দীন নসু প্রমুখ।