আওয়ামী লীগের কর্মসূচি পাল্টাপাল্টি নয়: কাদের
jugantor
আওয়ামী লীগের কর্মসূচি পাল্টাপাল্টি নয়: কাদের

  যুগান্তর প্রতিবেদন  

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫২:১৩  |  অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিগুলো কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়। এ কথা জানিয়েছেনদলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত প্রায় প্রতিদিনই সারা বাংলাদেশে বিভাগ, জেলা, উপজেলা, মহানগর, থানা, ইউনিয়নে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি থাকবে। এখানে কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়। এটা আমাদের কর্মসূচিরই অংশ। আমরা আমাদের কর্মসূচি পালন করছি।

মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে ‘নিরাপদ সড়ক চাই’ রোড শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কী জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ২০১৩-১৪ সালে বিএনপির নেতৃত্বে আগুন-সন্ত্রাস, রাস্তার পাশে গাছ কাটা, রেলস্টেশন পুড়িয়ে ফেলা, ভূমি অফিসসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ হয়েছিল। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। যে কারণে বিএনপির প্রত্যেকটি কর্মসূচির বিপরীতে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসের দল। তারা সন্ত্রাস সৃষ্টি করে, অস্থিতিশীল অবস্থা তৈরি করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চায়।

আওয়ামী লীগের কর্মসূচি পাল্টাপাল্টি নয়: কাদের

 যুগান্তর প্রতিবেদন 
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫২ এএম  |  অনলাইন সংস্করণ
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিগুলো কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়। এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত প্রায় প্রতিদিনই সারা বাংলাদেশে বিভাগ, জেলা, উপজেলা, মহানগর, থানা, ইউনিয়নে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি থাকবে। এখানে কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়। এটা আমাদের কর্মসূচিরই অংশ। আমরা আমাদের কর্মসূচি পালন করছি।

মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে ‘নিরাপদ সড়ক চাই’ রোড শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কী জানতে চাইলে সাংবাদিকদের তিনি  বলেন, ২০১৩-১৪ সালে বিএনপির নেতৃত্বে আগুন-সন্ত্রাস, রাস্তার পাশে গাছ কাটা, রেলস্টেশন পুড়িয়ে ফেলা, ভূমি অফিসসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ হয়েছিল। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। যে কারণে বিএনপির প্রত্যেকটি কর্মসূচির বিপরীতে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসের দল।  তারা সন্ত্রাস সৃষ্টি করে, অস্থিতিশীল অবস্থা তৈরি করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চায়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন