সংবিধানের বাইরে কোনো প্রস্তাব নিয়ে আলোচনা নয়: ইনু
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ২২:৫৪:০৮ | অনলাইন সংস্করণ
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি প্রসঙ্গে বলেছে, আমাদের ১৪ দলীয় জোট সরকার, বর্তমান সরকার আওয়ামী লীগ, আমরা জোর করে কোনো ভোটের ব্যবস্থা করব না। এটা পরিষ্কার থাকা উচিত। সংবিধানে যা আছে তার ভেতরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এ ব্যাপারে পদক্ষেপ নেব। সংবিধানের বাইরে কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করার জায়গা আমাদের কাছে নেই।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, মরণ কামড় দেবেন, ভোট করবেন না, এসব যে হুমকি ধমকি দিচ্ছেন- আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির এই আওয়াজ, এগুলো ফাঁকা আওয়াজ। বিএনপিকে আমার ‘খালি কলসি বেশি বাজে’ তেমনি মনে হচ্ছে।
তিনি বলেন, আমরা যথাসময়ে ভোট করব এটা পরিষ্কার কথা। আমরা সংবিধানের বাইরে কোন প্রস্তাব নিয়ে আলোচনা করব না এটা পরিষ্কার কথা। সুতরাং জনগণের প্রতি যদি এতই আস্থা থাকে, তরুণ সমাজের প্রতি যদি এতই আস্থা থাকে তাহলে ভোটে আসেন। ভোটে এসে আমাদের হারিয়ে দেন। ভোট থেকে দূরে থেকে ফাঁকা আওয়াজ দিচ্ছেন কেন।
পরে হাসানুল হক ইনু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দার প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সংবিধানের বাইরে কোনো প্রস্তাব নিয়ে আলোচনা নয়: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি প্রসঙ্গে বলেছে, আমাদের ১৪ দলীয় জোট সরকার, বর্তমান সরকার আওয়ামী লীগ, আমরা জোর করে কোনো ভোটের ব্যবস্থা করব না। এটা পরিষ্কার থাকা উচিত। সংবিধানে যা আছে তার ভেতরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এ ব্যাপারে পদক্ষেপ নেব। সংবিধানের বাইরে কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করার জায়গা আমাদের কাছে নেই।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, মরণ কামড় দেবেন, ভোট করবেন না, এসব যে হুমকি ধমকি দিচ্ছেন- আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির এই আওয়াজ, এগুলো ফাঁকা আওয়াজ। বিএনপিকে আমার ‘খালি কলসি বেশি বাজে’ তেমনি মনে হচ্ছে।
তিনি বলেন, আমরা যথাসময়ে ভোট করব এটা পরিষ্কার কথা। আমরা সংবিধানের বাইরে কোন প্রস্তাব নিয়ে আলোচনা করব না এটা পরিষ্কার কথা। সুতরাং জনগণের প্রতি যদি এতই আস্থা থাকে, তরুণ সমাজের প্রতি যদি এতই আস্থা থাকে তাহলে ভোটে আসেন। ভোটে এসে আমাদের হারিয়ে দেন। ভোট থেকে দূরে থেকে ফাঁকা আওয়াজ দিচ্ছেন কেন।
পরে হাসানুল হক ইনু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দার প্রমুখ।