কৃষক মজুর সংহতির ৩৫ সদস্যের নতুন কমিটি
বাংলাদেশ কৃষক মজুর সংহতির ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে প্রবীণ কৃষক নেতা দেওয়ান আবদুর রশিদ নিলুকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবদুল আলিম।
আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। সোমবার রংপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় দিনে এ কমিটি ঘোষণা দেওয়া হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অধিবেশনে কৃষি ও কৃষক আন্দোলনের বিশ্লেষণ, দলীয় প্রস্তাবণা, ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং প্রস্তাবিত ১৭ দফা কর্মসূচী নিয়ে আলোচনা হয়েছে।
প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন আলোচনা শেষে আগামী দুই মাসের মধ্যে এসব চূড়ান্ত করার বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।
নতুন কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন, বগুড়ার প্রবীণ কৃষক সংগঠক আব্দুর রশিদ ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কুড়িগ্রামের প্রবীন কৃষক সংগঠক আজহার উদ্দিন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ রংপুরের সাবেক ছাত্রনেতা তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক-১ শামসুল আলম, পাবনা (বেড়া)র কৃষক সংগঠক কামরুল হাসান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা ও তরুণ প্রামাণ্যচিত্র নির্মাতা জাফর মুহাম্মদ, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ঝিনাইদহের নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা প্রত্যয়ী মিজান, দপ্তর ও পাঠাগার সম্পাদক নীলফামারী অঞ্চলের কৃষক সংগঠক শাহাবুল ইসলাম, সমাজকল্যান সম্পাদক কুমিল্লার কৃষি উদ্যোক্তা হাবিবুর রহমান লিটন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন, উত্তরবঙ্গের প্রখ্যাত গণসংগীত শিল্পী আব্দুল আওয়াল, নুরুদ্দিন (নাচোল), সাইফুর রহমান দুলাল(নাগেশ্বরী), আবদুস সামাদ (ধুনট), তাহমিদা তানিয়া(নাটোর), রুবিনা ইসলাম (বরিশাল), আবদুল আলিম মোল্লা (নাগরপুর), আশরাফুর রহমান (সিঙ্গাইর), সিনইয়া ম্রো (বান্দরবান), গোবিন্দ বর্মণ (মধুপুর), মো. আজিমুল(জলঢাকা), আবদুল ওহাব আকাশ (রংপুর), সেলিম মৃধা (গলাচিপা), জালাল উদ্দিন (ময়মনসিংহ), মোসাম্মত বেগম (নিলফামারী), জাহিমা বেগম (নিলফামারী), নেয়ামত ভুঁইয়া (কটিয়াদী), দ্বিজেন্দ্রলাল রায় (দিনাজপুর), মানিক মিয়া (রানীশংকৈল)।
সম্মেলনে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন প্রবীণ কৃষকনেতা নাজার আহমেদ, কেরামত আলী, ফিরোজ আহসান ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি কৃষক শ্রমিকদের পিছিয়ে রেখে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কৃষকের ফসলের নায্যমূল্য, সহজ শর্তে কৃষি ঋণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব রোধসহ কৃষক মজুর সংহতি প্রস্তাবিত ১৭-দফার পূর্ণবাস্তবায়নের মাধ্যমেই কৃষক মজুরদের স্বার্থরক্ষা সম্ভব। কৃষক মজুর সংহতি কৃষকদের স্বার্থের রাজনৈতিক প্রতিনিধি হয়ে উঠবে সেই প্রত্যাশা করি।
দুইদিনব্যাপী বাংলাদেশ কৃষক মজুর সংহতি'র প্রথম সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান জোনায়েদ সাকি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কৃষক মজুর সংহতির ৩৫ সদস্যের নতুন কমিটি
বাংলাদেশ কৃষক মজুর সংহতির ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে প্রবীণ কৃষক নেতা দেওয়ান আবদুর রশিদ নিলুকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবদুল আলিম।
আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। সোমবার রংপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় দিনে এ কমিটি ঘোষণা দেওয়া হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অধিবেশনে কৃষি ও কৃষক আন্দোলনের বিশ্লেষণ, দলীয় প্রস্তাবণা, ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং প্রস্তাবিত ১৭ দফা কর্মসূচী নিয়ে আলোচনা হয়েছে।
প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন আলোচনা শেষে আগামী দুই মাসের মধ্যে এসব চূড়ান্ত করার বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।
নতুন কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন, বগুড়ার প্রবীণ কৃষক সংগঠক আব্দুর রশিদ ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কুড়িগ্রামের প্রবীন কৃষক সংগঠক আজহার উদ্দিন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ রংপুরের সাবেক ছাত্রনেতা তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক-১ শামসুল আলম, পাবনা (বেড়া)র কৃষক সংগঠক কামরুল হাসান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা ও তরুণ প্রামাণ্যচিত্র নির্মাতা জাফর মুহাম্মদ, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ঝিনাইদহের নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা প্রত্যয়ী মিজান, দপ্তর ও পাঠাগার সম্পাদক নীলফামারী অঞ্চলের কৃষক সংগঠক শাহাবুল ইসলাম, সমাজকল্যান সম্পাদক কুমিল্লার কৃষি উদ্যোক্তা হাবিবুর রহমান লিটন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন, উত্তরবঙ্গের প্রখ্যাত গণসংগীত শিল্পী আব্দুল আওয়াল, নুরুদ্দিন (নাচোল), সাইফুর রহমান দুলাল(নাগেশ্বরী), আবদুস সামাদ (ধুনট), তাহমিদা তানিয়া(নাটোর), রুবিনা ইসলাম (বরিশাল), আবদুল আলিম মোল্লা (নাগরপুর), আশরাফুর রহমান (সিঙ্গাইর), সিনইয়া ম্রো (বান্দরবান), গোবিন্দ বর্মণ (মধুপুর), মো. আজিমুল(জলঢাকা), আবদুল ওহাব আকাশ (রংপুর), সেলিম মৃধা (গলাচিপা), জালাল উদ্দিন (ময়মনসিংহ), মোসাম্মত বেগম (নিলফামারী), জাহিমা বেগম (নিলফামারী), নেয়ামত ভুঁইয়া (কটিয়াদী), দ্বিজেন্দ্রলাল রায় (দিনাজপুর), মানিক মিয়া (রানীশংকৈল)।
সম্মেলনে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন প্রবীণ কৃষকনেতা নাজার আহমেদ, কেরামত আলী, ফিরোজ আহসান ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি কৃষক শ্রমিকদের পিছিয়ে রেখে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কৃষকের ফসলের নায্যমূল্য, সহজ শর্তে কৃষি ঋণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব রোধসহ কৃষক মজুর সংহতি প্রস্তাবিত ১৭-দফার পূর্ণবাস্তবায়নের মাধ্যমেই কৃষক মজুরদের স্বার্থরক্ষা সম্ভব। কৃষক মজুর সংহতি কৃষকদের স্বার্থের রাজনৈতিক প্রতিনিধি হয়ে উঠবে সেই প্রত্যাশা করি।
দুইদিনব্যাপী বাংলাদেশ কৃষক মজুর সংহতি'র প্রথম সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান জোনায়েদ সাকি।