উন্নয়নের আগে মানুষ পেটে ভাত চায়: আবু হোসেন বাবলা
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ২২:০৯:২৭ | অনলাইন সংস্করণ
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, দেশের মানুষ উন্নয়ন চায় সত্যি, তবে তার আগে পেট ভরে দুমুটো ডাল-ভাত খাওয়ার নিশ্চিয়তা চায়।
সাম্প্রতিককালে অসাধু-মুনাফালোভী ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়ার কারণে আজ দেশের অধিকাংশ গরিব, নিম্নবিত্ত মানুষ পেট ভরে দুমুটো ডাল-ভাত খাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উচিত সব মুনাফালোভী, অসাধু ব্যাবসায়ী ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
সোমবার দুপুরে ঢাকা-৪ নিজ নির্বাচনী এলাকা শ্যামপুরে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাবলা আরও বলেন, পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন ছিল দেশের সব মানুষের সুষম উন্নয়ন ও সমৃদ্ধি। জাতীয় পার্টির নেতাকর্মীদের উচিত এরশাদের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা। এজন্য সংগঠনকে শক্তিশালী করে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার বিকল্প নেই।
তিনি আরও বলেন, আজ দেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সত্যি। কিন্তু সব শ্রেণীর মানুষের সুষম উন্নয়ন হচ্ছে না। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। কিন্তু মানুষের আয় বাড়েনি।
এ সময় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, আমির উদ্দিন আহমেদ ডালু, জাপার যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা ও মনিরুজ্জামান। এ সময় স্থানীয় জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উন্নয়নের আগে মানুষ পেটে ভাত চায়: আবু হোসেন বাবলা
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, দেশের মানুষ উন্নয়ন চায় সত্যি, তবে তার আগে পেট ভরে দুমুটো ডাল-ভাত খাওয়ার নিশ্চিয়তা চায়।
সাম্প্রতিককালে অসাধু-মুনাফালোভী ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়ার কারণে আজ দেশের অধিকাংশ গরিব, নিম্নবিত্ত মানুষ পেট ভরে দুমুটো ডাল-ভাত খাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উচিত সব মুনাফালোভী, অসাধু ব্যাবসায়ী ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
সোমবার দুপুরে ঢাকা-৪ নিজ নির্বাচনী এলাকা শ্যামপুরে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাবলা আরও বলেন, পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন ছিল দেশের সব মানুষের সুষম উন্নয়ন ও সমৃদ্ধি। জাতীয় পার্টির নেতাকর্মীদের উচিত এরশাদের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা। এজন্য সংগঠনকে শক্তিশালী করে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার বিকল্প নেই।
তিনি আরও বলেন, আজ দেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সত্যি। কিন্তু সব শ্রেণীর মানুষের সুষম উন্নয়ন হচ্ছে না। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। কিন্তু মানুষের আয় বাড়েনি।
এ সময় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, আমির উদ্দিন আহমেদ ডালু, জাপার যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা ও মনিরুজ্জামান। এ সময় স্থানীয় জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।