সরকার গ্রেফতারের পুরোনো ষড়যন্ত্র শুরু করেছে: ড. মোশাররফ
যুগান্তর প্রতিবেদন
২০ মার্চ ২০২৩, ২২:২৮:৫২ | অনলাইন সংস্করণ
সরকার আবারো গ্রেফতারের পুরনো খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার সেই পুরনো ষড়যন্ত্র শুরু করেছে। এখন নতুন নতুন বানোয়াট মামলা দিচ্ছে।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সভার আয়োজন করে ‘খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন’।
রোববার রাতেও বনানী ক্লাবে একটা সামাজিক অনুষ্ঠান থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীপুর বিএনপির প্রায় ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। কী পরিমাণ স্বৈরাচারী মানসিকতা হলে এটা সরকার করতে পারে।
সুখী দেশের তালিকায় বাংলাদেশ তলানিতে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, গুম-খুন, অন্যায়-অত্যাচার, চাঁদাবাজি এসবের কারণে দেশ শান্তি থেকে অনেক দূরে চলে গেছে।
অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে শুনবেন- দেশের অর্থনীতি ভালো, দেশের মানুষে সুখে আছে, কেউ না খেয়ে থাকে না, সব কিছু ভালো। সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করে জনগণকে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি।
ওয়ান-ইলেভেন বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্র ছিল অভিযোগ করে তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেন ছিলো বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র। গায়ের জোরে অসাংবিধানিক সরকার ছিল সেটি।
বিএনপিকে সম্পূর্ণভাবে ধবংস করে দেওয়ার জন্য তারা নামে মাইস টু থিওরি ও বিরাজনীতিকরণের কথা বলেই কিন্তু ওপেনলি ক্ষমতায় এসেছিল। মাইনাস টু তারা বুঝাতে চেয়েছিলো এর মধ্যে শেখ হাসিনার নাম আছে। কিন্তু আসলে তা না। মাইনাস টু ছিলো মাইনাস খালেদা জিয়া ও তারেক রহমান।
কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও মহানগর বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়া, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুবদলের ইছহাক সরকার, প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু, খোন্দকার আবদুল হামিদ পবন এবং মেয়ে ডা. দেলোয়ারা হোসেন পান্না প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সরকার গ্রেফতারের পুরোনো ষড়যন্ত্র শুরু করেছে: ড. মোশাররফ
সরকার আবারো গ্রেফতারের পুরনো খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার সেই পুরনো ষড়যন্ত্র শুরু করেছে। এখন নতুন নতুন বানোয়াট মামলা দিচ্ছে।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সভার আয়োজন করে ‘খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন’।
রোববার রাতেও বনানী ক্লাবে একটা সামাজিক অনুষ্ঠান থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীপুর বিএনপির প্রায় ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। কী পরিমাণ স্বৈরাচারী মানসিকতা হলে এটা সরকার করতে পারে।
সুখী দেশের তালিকায় বাংলাদেশ তলানিতে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, গুম-খুন, অন্যায়-অত্যাচার, চাঁদাবাজি এসবের কারণে দেশ শান্তি থেকে অনেক দূরে চলে গেছে।
অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে শুনবেন- দেশের অর্থনীতি ভালো, দেশের মানুষে সুখে আছে, কেউ না খেয়ে থাকে না, সব কিছু ভালো। সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করে জনগণকে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি।
ওয়ান-ইলেভেন বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্র ছিল অভিযোগ করে তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেন ছিলো বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র। গায়ের জোরে অসাংবিধানিক সরকার ছিল সেটি।
বিএনপিকে সম্পূর্ণভাবে ধবংস করে দেওয়ার জন্য তারা নামে মাইস টু থিওরি ও বিরাজনীতিকরণের কথা বলেই কিন্তু ওপেনলি ক্ষমতায় এসেছিল। মাইনাস টু তারা বুঝাতে চেয়েছিলো এর মধ্যে শেখ হাসিনার নাম আছে। কিন্তু আসলে তা না। মাইনাস টু ছিলো মাইনাস খালেদা জিয়া ও তারেক রহমান।
কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও মহানগর বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়া, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুবদলের ইছহাক সরকার, প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু, খোন্দকার আবদুল হামিদ পবন এবং মেয়ে ডা. দেলোয়ারা হোসেন পান্না প্রমুখ।