আন্দোলনের সুনামির ধাক্কায় সরকার ভেসে যাবে: আবদুল আউয়াল মিন্টু
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ২২:২৫:০৫ | অনলাইন সংস্করণ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের জনগণের প্রতি আওয়ামী লীগের কোনো আস্থা না থাকায়, রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এই অবৈধ সরকারের লোকেরা বলে- তাদের নাকি ধাক্কা দিলেও পড়বে না। কিন্তু আওয়ামী লীগ সরকারের নেতারা জানেন না- তাদের পায়ের তলায় এখন মাটি নাই। আগামী নির্বাচনের আগেই দেশের জনগণের আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে চলে যাবে।
বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় শামা ডেইরি ফার্ম মাঠে ২১ মার্চ মঙ্গলবার বিকালে বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি।
আবদুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ের দাবি। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এখনো সময় আছে ভুল স্বীকার করে পদত্যাগ করুন। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করুন।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই ভোট চোর সরকারের হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়। কে এম ওবায়দুর রহমান সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার আদর্শ বুকে লালন করে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের পরিচালনায় ও নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু প্রমুখ।
এর আগে সকালে ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওবায়দুর রহমানের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও কাঙালিভোজের আয়োজন করা হয়।
২০০৭ সালের ২১ মার্চ মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আন্দোলনের সুনামির ধাক্কায় সরকার ভেসে যাবে: আবদুল আউয়াল মিন্টু
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের জনগণের প্রতি আওয়ামী লীগের কোনো আস্থা না থাকায়, রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এই অবৈধ সরকারের লোকেরা বলে- তাদের নাকি ধাক্কা দিলেও পড়বে না। কিন্তু আওয়ামী লীগ সরকারের নেতারা জানেন না- তাদের পায়ের তলায় এখন মাটি নাই। আগামী নির্বাচনের আগেই দেশের জনগণের আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে চলে যাবে।
বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় শামা ডেইরি ফার্ম মাঠে ২১ মার্চ মঙ্গলবার বিকালে বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি।
আবদুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ের দাবি। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এখনো সময় আছে ভুল স্বীকার করে পদত্যাগ করুন। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করুন।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই ভোট চোর সরকারের হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়। কে এম ওবায়দুর রহমান সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার আদর্শ বুকে লালন করে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের পরিচালনায় ও নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু প্রমুখ।
এর আগে সকালে ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওবায়দুর রহমানের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও কাঙালিভোজের আয়োজন করা হয়।
২০০৭ সালের ২১ মার্চ মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমান।