নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: হানিফ
জাবি প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ২২:৪৭:৪১ | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার যতদিন শারীরিক সক্ষমতা আছে, ততদিন তার সরকারকে কেউ হটাতে পারবে না। ২০২৪ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তানি দোসরদের পশ্চিমা বন্ধুরা তৎপর। কিন্তু ষড়যন্ত্র মোকাবিলা করে কিভাবে এগিয়ে যেতে হয় তা আমরা জানি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আমরা চাই, নির্বাচন অংশগ্রহণমূলক হোক; সব দল নির্বাচনে আসুক। পরাজিত দল সবসময় নির্বাচন নিয়ে অভিযোগ করে। মার্কিন যুক্তরাষ্ট্রেও পরাজিত দল নির্বাচন প্রশ্নবিদ্ধ করে। শেখ হাসিনা নির্বাচনকে অংশগ্রহণমূলক চান; কিন্তু বিএনপি নির্বাচনে না আসলে তার দায়ভার আমাদের না। দেশের মানুষের আস্থা শেখ হাসিনার ওপর রয়েছে, তা বিশ্ববাসীও জানে।
তিনি বলেন, দেশের শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো র্যাংকিংয়ে আসতে পারছে না। এরপরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বমানের গবেষক বের হচ্ছেন, এটি গর্বের বিষয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধু আমাদের যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলুন তার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ি।
বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, সংগঠনের সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ প্রমুখ।
সমাপনী বক্তব্য দেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ এ মামুন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার যতদিন শারীরিক সক্ষমতা আছে, ততদিন তার সরকারকে কেউ হটাতে পারবে না। ২০২৪ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তানি দোসরদের পশ্চিমা বন্ধুরা তৎপর। কিন্তু ষড়যন্ত্র মোকাবিলা করে কিভাবে এগিয়ে যেতে হয় তা আমরা জানি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আমরা চাই, নির্বাচন অংশগ্রহণমূলক হোক; সব দল নির্বাচনে আসুক। পরাজিত দল সবসময় নির্বাচন নিয়ে অভিযোগ করে। মার্কিন যুক্তরাষ্ট্রেও পরাজিত দল নির্বাচন প্রশ্নবিদ্ধ করে। শেখ হাসিনা নির্বাচনকে অংশগ্রহণমূলক চান; কিন্তু বিএনপি নির্বাচনে না আসলে তার দায়ভার আমাদের না। দেশের মানুষের আস্থা শেখ হাসিনার ওপর রয়েছে, তা বিশ্ববাসীও জানে।
তিনি বলেন, দেশের শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো র্যাংকিংয়ে আসতে পারছে না। এরপরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বমানের গবেষক বের হচ্ছেন, এটি গর্বের বিষয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধু আমাদের যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলুন তার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ি।
বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, সংগঠনের সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ প্রমুখ।
সমাপনী বক্তব্য দেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ এ মামুন।