আলোচিত বিএনপি নেতা পাপলুকে এবার কেন্দ্রের শোকজ
সিলেট ব্যুরো
২৮ মার্চ ২০২৩, ২১:০৩:২২ | অনলাইন সংস্করণ
সিলেট জেলা বিএনপির সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত নোটিশে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে পাপলুকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে নারী কেলেঙ্কারি ও তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে সিলেট বিএনপিকে অস্থির করে তোলার অভিযোগে বহুল আলোচিত হয়ে উঠেন তিনি।
নোটিশে বলা হয়েছে, গত ২১ মার্চ সিলেটে জাতীয় নেতাদের সাথে তিনি অসাংগঠনিক আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দলের শৃঙ্খলা বহির্ভূত এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের মহাসচিব বরাবরে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে।
নোটিশের কপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি বরাবরেও পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আলোচিত বিএনপি নেতা পাপলুকে এবার কেন্দ্রের শোকজ
সিলেট জেলা বিএনপির সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত নোটিশে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে পাপলুকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে নারী কেলেঙ্কারি ও তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে সিলেট বিএনপিকে অস্থির করে তোলার অভিযোগে বহুল আলোচিত হয়ে উঠেন তিনি।
নোটিশে বলা হয়েছে, গত ২১ মার্চ সিলেটে জাতীয় নেতাদের সাথে তিনি অসাংগঠনিক আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দলের শৃঙ্খলা বহির্ভূত এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের মহাসচিব বরাবরে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে।
নোটিশের কপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি বরাবরেও পাঠানো হয়েছে।