জনগণের কথা লিখলেই পুলিশ দিয়ে সাংবাদিকদের হয়রানি
নেত্রকোনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১৫:৫৬:২৮ | অনলাইন সংস্করণ
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।
শনিবার বেলা ১১টায় শহরের জয়নগর হাসপাতাল রোড এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাসীন সরকার আ. লীগের কাছ থেকে এখন কেউ-ই নিরাপদ নয়। গণতন্ত্রকে যেমন নির্বাসনে পাঠিয়েছে। ঠিক তেমন নিরপেক্ষ নির্বাচনকে গলাটিপে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে এখন কেউ-ই কথা বলতে সাহস পাচ্ছে না। সরকার ডিজিটাল নিরাপত্তার নামে কালআইন প্রণয়নের মাধ্যমে সাংবাদিকদের গ্রেপ্তার করছে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা এখন স্বাধীনভাবে লিখতে পারে না। জনগণের কথা লিখলেই সরকার পুলিশ দিয়ে সাংবাদিকদের হয়রানি করছে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক লীগের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী,
পৌর বিএনপির সদস্য সচিব এসএম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাবদ্দিন রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ। এতে সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম হিলালী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জনগণের কথা লিখলেই পুলিশ দিয়ে সাংবাদিকদের হয়রানি
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।
শনিবার বেলা ১১টায় শহরের জয়নগর হাসপাতাল রোড এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাসীন সরকার আ. লীগের কাছ থেকে এখন কেউ-ই নিরাপদ নয়। গণতন্ত্রকে যেমন নির্বাসনে পাঠিয়েছে। ঠিক তেমন নিরপেক্ষ নির্বাচনকে গলাটিপে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে এখন কেউ-ই কথা বলতে সাহস পাচ্ছে না। সরকার ডিজিটাল নিরাপত্তার নামে কালআইন প্রণয়নের মাধ্যমে সাংবাদিকদের গ্রেপ্তার করছে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা এখন স্বাধীনভাবে লিখতে পারে না। জনগণের কথা লিখলেই সরকার পুলিশ দিয়ে সাংবাদিকদের হয়রানি করছে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক লীগের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী,
পৌর বিএনপির সদস্য সচিব এসএম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাবদ্দিন রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ। এতে সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম হিলালী।