বিএনপির ১৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
যুগান্তর প্রতিবেদন
২৮ মে ২০২৩, ০৪:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ১৮দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামীকাল রোববার থেকে ১৫ জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে-আলোচনা সভা, দোয়া, দু:স্থদের মধ্যে খাবার বিতরণ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির ঘোষিত কর্মসূচি ছিলো শুক্র ও শনিবার ১৮টি জেলায় সমাবেশ কর্মসূচি পালিত হবে। এছাড়া ২৬ মে ১৭টি জেলায় ও ২৭মে বিএনপির ১৫টি জেলায় জনসমাবেশ।
এছাড়া ২৮ মে ঢাকার বাইরে মহানগর ও শহরে পদযাত্রা ও ময়মনসিংহ জেলা মহানগর সমাবেশের মধ্যে দিয়ে আজ শেষ হচ্ছে আগের কর্মসূচি।
আগামীকাল ২৯ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় আলোচনা সভার মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউশন মিলনায়তনে শুরু হবে ১৮ দিন ব্যাপী কর্মসূচি। চলবে ১৫ জুন পর্যন্ত।
বিএনপির ১৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
যুগান্তর প্রতিবেদন
২৮ মে ২০২৩, ১৬:৩৫:০৯ | অনলাইন সংস্করণ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ১৮দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামীকাল রোববার থেকে ১৫ জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে-আলোচনা সভা, দোয়া, দু:স্থদের মধ্যে খাবার বিতরণ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির ঘোষিত কর্মসূচি ছিলোশুক্র ও শনিবার ১৮টি জেলায় সমাবেশ কর্মসূচি পালিত হবে। এছাড়া ২৬ মে ১৭টি জেলায় ও ২৭মে বিএনপির ১৫টি জেলায় জনসমাবেশ।
এছাড়া ২৮ মে ঢাকার বাইরে মহানগর ও শহরে পদযাত্রাওময়মনসিংহ জেলা মহানগর সমাবেশের মধ্যে দিয়েআজ শেষ হচ্ছে আগের কর্মসূচি।
আগামীকাল ২৯ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষেবেলা ১১ টায় আলোচনা সভার মধ্যে দিয়েইঞ্জিনিয়ার্স ইনিস্টিউশন মিলনায়তনে শুরু হবে ১৮ দিন ব্যাপী কর্মসূচি।চলবে ১৫ জুন পর্যন্ত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023