Logo
Logo
×

রাজনীতি

‘রাজনীতির গুনগত পরিবর্তনে অদম্য জাকের পার্টি’ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:০৭ এএম

‘রাজনীতির গুনগত পরিবর্তনে অদম্য জাকের পার্টি’ 

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন,  প্রকৃত অর্থে দেশ ও জনগনের কল্যাণে যারা নিবেদিতপ্রাণ কাজ করতে চায়, তাদের নিয়েই এগিয়ে যাচ্ছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। 

রাজনীতিকে যারা আখের গোছানো ও লুটপাট হিসাবে দেখেন না, মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা যাদের রক্ত কণিকায় তারাই আছে জাকের পার্টিতে। জাকের পার্টি দেশের  রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন সাধনে অবিরাম কাজ করছে। তাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাকের পার্টি জনগণের প্রতি নতুনকে গ্রহনের, পরিবর্তনের পথে  গোলাপ ফুলে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছে।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাকের পার্টির মেয়র প্রার্থী এডভোকেট লতিফ আনোয়ারের নির্বাচনী গণসংযোগের অংশ হিসাবে শহরের আলুপট্টি এলাকায় এক পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির রাজশাহী সিটি মেয়র প্রার্থী এডভোকেট লতিফ আনোয়ার (সুপ্ত)।

এর আগে রাজশাহী মহানগর জাকের পার্টির উদ্যোগে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ জোরদার ও গতিশীলকরণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ফয়সাল বিন শফিক সনি, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন ডাবলু, গনি মোল্লা, সিরাজুল ইসলাম, আ:রহিম, বাবলু হোসেন, কে এম জি ফারুক গুলু হাজী প্রমুখ বক্তৃতা করেন । সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জাকের পার্টি সভাপতি মো: মাহবুব।

পরে জাকের পার্টির মেয়র প্রার্থী এডভোকেট লতিফ আনোয়ারের সমর্থনে সিএন্ডবি মোড় হতে একটি মিছিল শহরের  লক্ষীপুর, সাহেব বাজার, জিরো পয়েন্ট আলু পট্রি হয়ে গুরুত্বপূর্ণ আরো সড়ক প্রদক্ষিণ করে গনক পাড়া মজিদ চত্তরে যেয়ে শেষ হয়।

সভায় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, রাজশাহী মহানগরকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে বরাদ্দকৃত বাজেটের সুষম বন্টন এবং গুনগত ব্যয় নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। জাকের পার্টি তৃণমূল থেকে উঠে এসেছে,কারো দয়া দাক্ষিণ্যে নয়।

জাকের পার্টির মেয়র প্রার্থী এডভোকেট লতিফ আনোয়ার বলেন, পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা অসম্ভব ওয়াদা কোন দিন করব না।

জনগন কল্যাণ জাকের পার্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম