সড়কে নয়, যেখানে সমাবেশের অনুমতি পেল জামায়াত
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে শনিবার দুপুরে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। তবে শুক্রবার রাত পর্যন্ত কর্মসূচি পালনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি। তবে এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, জামায়াতকে সড়কে নয়, বদ্ধ মিলনায়তনে সমাবেশ করার অনুমতি দেওয়া যায় কিনা ভাবা হচ্ছে।
অনুমতির আবেদন করা জামায়াতের প্রতিনিধি দলের প্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, পুলিশের প্রস্তাব মেনে নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে সমাবেশ করবে জামায়াত। পুলিশই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে সমাবেশ করার ব্যবস্থা করে দিয়েছে।
দলীয় আমির ডা. শফিকুর রহমানের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে গত সোমবার সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। গত ২৯ মে-এর অনুমতি চাইতে গিয়ে ডিএমপির ফটক থেকে আটক হন দলটির চার প্রতিনিধি। যদিও ঘণ্টা তিনেক পর তাদের ছেড়ে দিয়ে পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, জনদুর্ভোগ এড়াতে কর্মদিবসে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
পুলিশের এ মনোভাবে আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াত কর্মসূচি পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সমাবেশ করতে চেয়ে গত মঙ্গলবার ফের আবেদন করে। বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে, সেখান থেকে কাকরাইল পর্যন্ত বিক্ষোভ মিছিলের অনুমতি চায়।
এর আগে সমাবেশের আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশস্থল যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা নিরসনে পুলিশের সঙ্গে আলোচনা চলছে। সমাবেশ সফলের প্রস্তুতিও চলছে। আর সাইফুর রহমান বলেছেন, দুই ঘণ্টা আগে অনুমতি দিলেও জামায়াত সুশৃঙ্খল ও বিশাল সমাবেশ করতে পারবে।
এদিকে গত ডিসেম্বর থেকে কর্মসূচি পালনে অনুমতি চাইতে শুরু করে জামায়াত। দলটির সমাবেশ করতে চাওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিল সরকার। তবে জামায়াত সংবিধানের বরাত দিয়ে বলছে, সমাবেশের অনুমতি পেতে নিবন্ধন জরুরি নয়। সভা-সমাবেশের অনুমতি না দিলে মার্কিন ভিসা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনে বাধা হিসেবে গণ্য হতে পারে।
সড়কে নয়, যেখানে সমাবেশের অনুমতি পেল জামায়াত
যুগান্তর ডেস্ক
১০ জুন ২০২৩, ১০:১৫:১৫ | অনলাইন সংস্করণ
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে শনিবার দুপুরে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। তবে শুক্রবার রাত পর্যন্ত কর্মসূচি পালনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি। তবে এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, জামায়াতকে সড়কে নয়, বদ্ধ মিলনায়তনে সমাবেশ করার অনুমতি দেওয়া যায় কিনা ভাবা হচ্ছে।
অনুমতির আবেদন করা জামায়াতের প্রতিনিধি দলের প্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, পুলিশের প্রস্তাব মেনে নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে সমাবেশ করবে জামায়াত। পুলিশই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে সমাবেশ করার ব্যবস্থা করে দিয়েছে।
দলীয় আমির ডা. শফিকুর রহমানের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে গত সোমবার সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। গত ২৯ মে-এর অনুমতি চাইতে গিয়ে ডিএমপির ফটক থেকে আটক হন দলটির চার প্রতিনিধি। যদিও ঘণ্টা তিনেক পর তাদের ছেড়ে দিয়ে পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, জনদুর্ভোগ এড়াতে কর্মদিবসে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
পুলিশের এ মনোভাবে আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াত কর্মসূচি পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সমাবেশ করতে চেয়ে গত মঙ্গলবার ফের আবেদন করে। বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে, সেখান থেকে কাকরাইল পর্যন্ত বিক্ষোভ মিছিলের অনুমতি চায়।
এর আগে সমাবেশের আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশস্থল যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা নিরসনে পুলিশের সঙ্গে আলোচনা চলছে। সমাবেশ সফলের প্রস্তুতিও চলছে। আর সাইফুর রহমান বলেছেন, দুই ঘণ্টা আগে অনুমতি দিলেও জামায়াত সুশৃঙ্খল ও বিশাল সমাবেশ করতে পারবে।
এদিকে গত ডিসেম্বর থেকে কর্মসূচি পালনে অনুমতি চাইতে শুরু করে জামায়াত। দলটির সমাবেশ করতে চাওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিল সরকার। তবে জামায়াত সংবিধানের বরাত দিয়ে বলছে, সমাবেশের অনুমতি পেতে নিবন্ধন জরুরি নয়। সভা-সমাবেশের অনুমতি না দিলে মার্কিন ভিসা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনে বাধা হিসেবে গণ্য হতে পারে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023