আ.লীগের মনোনয়ন চাইবেন ব্যারিস্টার সুমন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শুক্রবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে একটি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, নিজের দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের জন্য দীর্ঘ বছর ধরে কাজ করছি। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ছাত্রজীবন থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাই দল থেকে নৌকার মনোনয়ন চাইব। এমপি হতে পারলে হয়তো আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাব। নেত্রী অন্য কাউকে মনোনয়ন দিলে তার জন্যই আগামী নির্বাচনে কাজ করব।
তিনি বলেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে সারা দেশের মানুষ ধিক্কার দেয়। ঘৃণা করে। কিন্তু তিনি পদত্যাগ করছেন না। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। এর পরও তিনি কীভাবে দাবি করেন— তার মান আছে, সেটাই তো বুঝি না। শিগগিরই তার লিগ্যাল নোটিশের জবাব দেওয়া হবে।
সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ফুটবলের সুদিন ফেরানোর জন্য ৪৪ বছর বয়সেও মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি। আমিসহ সাংবাদিকবৃন্দ এবং সাবেক ফুটবলাররা এখন ফুটবল নিয়ে কথা বলছেন। ফুটবল ফেডারেশনের ব্যর্থতায় প্রধানমন্ত্রীও বিরক্ত। মানুষকে ধোঁকা দিয়ে নতুন করে কেউ আবারও ফুটবল ফেডারেশনের নেতৃত্বে যেতে পারবেন না। এ থেকে ফুটবলের সুদিন ফেরার আভাস পাওয়া যাচ্ছে।
আ.লীগের মনোনয়ন চাইবেন ব্যারিস্টার সুমন
যুগান্তর প্রতিবেদন
১০ জুন ২০২৩, ১৫:৩২:২৯ | অনলাইন সংস্করণ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শুক্রবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে একটি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, নিজের দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের জন্য দীর্ঘ বছর ধরে কাজ করছি। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ছাত্রজীবন থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাই দল থেকে নৌকার মনোনয়ন চাইব। এমপি হতে পারলে হয়তো আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাব। নেত্রী অন্য কাউকে মনোনয়ন দিলে তার জন্যই আগামী নির্বাচনে কাজ করব।
তিনি বলেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে সারা দেশের মানুষ ধিক্কার দেয়। ঘৃণা করে। কিন্তু তিনি পদত্যাগ করছেন না। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। এর পরও তিনি কীভাবে দাবি করেন— তার মান আছে, সেটাই তো বুঝি না। শিগগিরই তার লিগ্যাল নোটিশের জবাব দেওয়া হবে।
সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ফুটবলের সুদিন ফেরানোর জন্য ৪৪ বছর বয়সেও মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি। আমিসহ সাংবাদিকবৃন্দ এবং সাবেক ফুটবলাররা এখন ফুটবল নিয়ে কথা বলছেন। ফুটবল ফেডারেশনের ব্যর্থতায় প্রধানমন্ত্রীও বিরক্ত। মানুষকে ধোঁকা দিয়ে নতুন করে কেউ আবারও ফুটবল ফেডারেশনের নেতৃত্বে যেতে পারবেন না। এ থেকে ফুটবলের সুদিন ফেরার আভাস পাওয়া যাচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023