মাদারীপুরে মহিলা দলের সভাপতি লাইজু, সম্পাদক মুনমুন

 মাদারীপুর প্রতিনিধি 
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম  |  অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাদারীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে তানজিয়া আক্তার লাইজুকে সভাপতি ও মুনমুন আক্তারকে সাধারণ সম্পাদক করে ৮০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমদের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, জাতীয়তাবাদী মহিলা দলের থানা ও ওয়ার্ডের সব কমিটি অতিদ্রুত যোগ্য নেতৃত্বের মাধ্যমে গঠন করা হবে। মহিলা দলকে সুসংগঠিত রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন