খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন প্রসঙ্গে যা বললেন দুদক আইনজীবী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়টি পরিবার ও সরকারের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন ‘খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়া অমানবিক’
তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি তার সরকার ও খালেদা জিয়ার আইনজীবীদের বিষয়। তবে খালেদা জিয়ার দণ্ড স্থগিত হয়েছে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে।
ফলে পরিবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই খালেদা জিয়ার পরিবার, আইনজীবী ও সরকারের মধ্যে আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি।
এর আগে রোববার সকালে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন আগেই করা আছে; নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক।
তিনি বলেন, চিকিৎসকরা এবং মেডিকেল বোর্ড বলেছেন খালেদা জিয়ার যে সমস্যায় ভুগছেন তার চিকিৎসা দেশে সম্ভব না। অতএব খালেদা জিয়ার চিকিৎসা দেশের বাইরে করাতে হবে এটা আবেদন করার ওপর নির্ভর করছে না। এটি এখন সময় এবং জনগণের দাবি। তার জীবন রক্ষার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা।
