নৌকার মনোনয়ন ফরম কিনলেন নায়ক রুবেল

 বিনোদন ডেস্ক 
২০ নভেম্বর ২০২৩, ১০:৩০ পিএম  |  অনলাইন সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক রুবেল।

আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

নায়ক রুবেল বলেন, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। অনেক আগে থেকেই রাজপথে জয় বাংলা স্লোগান দিচ্ছি। চলচ্চিত্রের অন্যদের মতো হঠাৎ করে রাজনীতিতে আসিনি। দীর্ঘদিন আমরা আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আশা করি, আমার বিষয়টা বোঝাতে পেরেছি।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন