Logo
Logo
×

রাজনীতি

‘হেফাজতকে পাশ কাটিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম

‘হেফাজতকে পাশ কাটিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না’

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদীস আল্লামা মুহিউদ্দিন রাব্বানী বলেছেন, হেফাজত রাজনীতি করে না। ক্ষমতায় যেতে চায় না। কিন্তু রাজনৈতিক দলগুলোকে হেফাজতের দাবির সাথে একাত্মতা পোষণ করতে হবে। হেফাজতকে পাশ কাটিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না।

বুধবার (১৯ মার্চ) সাভারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আলী আকবর কাসেমী বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার বিগত ১৬ বছর হেফাজতের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। অসংখ্য কর্মীকে শহিদ করেছে। শহিদদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না।

এদিকে ফিলিস্তিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি নৃশংসতার প্রতিবাদ জানিয়ে আল্লামা মুহিউদ্দিন রাব্বানী বলেছেন, ফিলিস্তিনে দখলদার ইসরাইলের নৃশংস গণহত্যা বিশ্ব মানবতার জন্য চরম লজ্জার বিষয়। বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

এছাড়া সাম্প্রতিক সময়ে ভারতে মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভারতে মুসলমানদের ওপর ক্রমাগত হামলা, নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া, মসজিদ-মাদ্রাসায় হামলা এবং সাম্প্রদায়িক উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এসব নিপীড়ন বন্ধ করুন এবং মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করুন।

মাওলানা আলী আকবর কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা আলী আজম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা কফিল উদ্দিন সরকার, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা মাওলানা আশিকুর রহমান কাসেমী, মাওলানা আব্দুর মান্নান পাটোয়ারী, মাওলানা আবু জাফর কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, মুফতি আশরাফ আলী, মাওলানা ইলিয়াস কাসেমী, মুফতি ফারুক হোসাইন, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মাওলানা খন্দকার কাউসার হোসাইন, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা আলী আকরাম, মাওলানা সালাউদ্দিন, মাওলানা নাজমুল ইসলাম শাকিল, মাওলানা আলী আশরাফ তৈয়ব, মুফতি সুলতান মাহমুদ, মাওলানা আল আমিন খন্দকার, মুফতি মাহবুবুর রহমান গুলজার, মুফতি নজরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হক মনির প্রমুখ।

হেফাজতে ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম