Logo
Logo
×

রাজনীতি

শিবির সভাপতির সেই ছবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রুহুল আমিন সাদী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম

শিবির সভাপতির সেই ছবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রুহুল আমিন সাদী

ছবি: সংগৃহীত

বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলামের একটি ছবি ঘুরপাক খাচ্ছে। মূলত ছবিটি ছিল মার্চ ফর গাজা’র ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষের। এবার জানা গেল সেই ছবিটির পেছনের রহস্য।

সেদিনের সেই আলোচিত ছবি নিয়ে মঙ্গলবার দুপুরে বিশিষ্ট লেখক ও গবেষক রুহুল আমিন সাদী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন। 

পোস্টে রুহুল আমিন সাদী লেখেন, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামের পেছনে দাঁড়িয়ে থাকার এই ছবিটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন।  

তিনি লেখেন, মূলত ওইদিন দুপুরে মার্চ ফর গাজার দাওয়াতি মেহমান যারা তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষে জমায়েত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। সেখানে জাহিদও অতিথি হিসেবেই এসেছিলেন। 

পোস্টে তিনি উল্লেখ করেন-আগেই সিদ্ধান্ত ছিলো, অতিথি সবাই গুরুত্বপূর্ণ।  সবাইকে বক্তৃতা দিতে দিলে এতবড় সমাবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হবে৷ তাই সবাই মঞ্চে দাঁড়াবেন।  সবার বক্তব্য প্রস্তাবনায় তুলে ধরা হবে একসঙ্গে। 

সাদী লেখেন, কিন্তু এই যে কাউকেই বক্তব্য দিতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত এবং বিস্তারিত রোডম্যাপ মুফতি আবদুল মালেক হাফি. মাধ্যমে আগেই ঘোষণা দেওয়ার জন্য আবারও সবাইকে জমায়েত করা হয় এখানে। 

‘জাহিদ বসা ছিলেন। আমি শায়খ আহমাদুল্লাহ সাহেবসহ পেছনে এসে দাঁড়াই। জাহিদ নিজের সিট থেকে উঠে অনেকটা জোর করেই সেখানে বসিয়ে দেন আমাকে৷’ 

সাদী লেখেন, এতবড় একটা সংগঠন, একটা ঐতিহ্যবাহী শহিদী কাফেলার কেন্দ্রীয় সভাপতি অথচ একটুও অহংকার নেই, সব সময় হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে থাকেন - এটা এই সময়ে আমার নিকট অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। 

তিনি আরও লেখেন-রাজনৈতিক চেয়ার নিয়ে যখন কাড়াকাড়ি ধাক্কাধাক্কি হয় এমনকি প্রেস রিলিজে নাম আগে পরে দেওয়া না দেওয়া নিয়ে খুনোখুনি পর্যন্ত হওয়াটা আমাদের রাজনৈতিক কালচার, সেই সময় এরকম একটা দৃশ্যের সাথে পরিচিত হওয়াটা অবশ্যই তাৎপর্যের দাবি রাখে। 

সবশেষ তিনি লেখেন-আমরা যে শ্লোগান দেই, এই শতাব্দী হচ্ছে ইসলামের বিজয়ের শতাব্দী - এই বিজয় আসবে এইসব বিনয়ী ও ডেডিকেটেড তরুণদের হাত ধরে ইনশাআল্লাহ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম