Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের রোডম্যাপ দিন: অন্তর্বর্তী সরকারকে ডা. জাহিদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০২:৫৫ পিএম

নির্বাচনের রোডম্যাপ দিন: অন্তর্বর্তী সরকারকে ডা. জাহিদ

ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেছেন, যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন। নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে। 

তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা দেখতে চাই না। জনগণ যাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনা করবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুক্রবার (৯ মে) দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, জুলাই-আগস্টে দেশের মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা ধরে রাখতে হবে। পাশ্ববর্তী কোনো দেশের চাপে যেন ঐক্য নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন মঈন খান

তরুণদের ভোট টানতে ‘চমক’ নিয়ে আসছে বিএনপি

জামায়াতের কাছ থেকে প্রাডো গাড়ি নেওয়ার জন্যে গণঅভ্যুত্থান করেছেন, প্রশ্ন দুদুর

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে মুক্তি মিলবে না। 

বিএনপি চায়, প্রবাসীদের ভোটাধিকারসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা।

বিএনপি ডা. এ জেড এম জাহিদ নির্বাচন গণতন্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম