Logo
Logo
×

রাজনীতি

কাকরাইল-মৎস্য ভবন ও সচিবালয় এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:৪৩ পিএম

কাকরাইল-মৎস্য ভবন ও সচিবালয় এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান

কাকরাইল-মৎস্য ভবন ও সচিবালয় এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান। ছবি: যুগান্তর

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আলটিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন হাজারো ইশরাক সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ।

মঙ্গলবার ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়।

এছাড়া টানা সপ্তম দিনের মতো ইশরাককে ডিএসসিসির মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে আজও সকাল থেকে নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।

আরও পড়ুন

আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই: ইশরাক

দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আদেশ দুপুরে দেওয়ার কথা রয়েছে।

গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছেন। মঙ্গলবার কর্মসূচি পালন শেষে বুধাবার সকাল ১০ টা পর্যন্ত ঢাকা অচলের আলটিমেটাম দেন।

পড়ুন

ইশরাক ইস্যুতে বিক্ষোভ যৌক্তিক ও সঙ্গত মনে করে বিএনপি

বিএনপি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ডিএসসিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম