Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের আগে বিচার ও সংস্কার চায় জামায়াত: নায়েবে আমির

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৬:৪২ পিএম

নির্বাচনের আগে বিচার ও সংস্কার চায় জামায়াত: নায়েবে আমির

বক্ত রাখছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। ছবি: যুগান্তর

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, নির্বাচনের আগে অপরাধীদের বিচার এবং সংস্কার চায় তার দল। 

মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় মহিলা ডিগ্রি কলেজে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মজিবুর রহমান বলেন, বিগত ৫৪ বছর ধরে এ দেশের মানুষ শান্তিতে ছিল না। চব্বিশের ৫ আগস্ট ছাত্ররা সেই অশান্তি থেকে মানুষকে মুক্ত করেছে। বিগত নির্বাচনের মধ্যে ২০১৪ সালের তামাশার নির্বাচন, ২০১৮ সালের দিনের ভোট রাতে, আর ২০২৪ এর ভোটারশুন্য নির্বাচন এ দেশে আর হতে দেওয়া হবে না। ভোট ডাকাতির নির্বাচন আর এ দেশে হতে দেবে না জামায়াত। 

তিনি বলেন, আগামী এপ্রিলে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা চাই, আগে অপরাধীদের বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন। 

সমাবেশে উপজেলা জামায়াতের আমির একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনূস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর-১ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মওলানা আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম