Logo
Logo
×

রাজনীতি

পিআর পদ্ধতির নির্বাচন ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: ডা. শফিকুর রহমান

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম

পিআর পদ্ধতির নির্বাচন ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে। তিনি বলেন, আমাদের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। একটি দেশের অধিকার প্রতিষ্ঠা করতে হলে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি। আমরা আমাদের সন্তানদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে, ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা ক্ষমতায় বসতে চাই না, আমারা চাই ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ।

ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে শনিবার দলটির রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান সুধী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ২৩২টি থানায় আমাদের দলের সহযোগিতায় পুলিশকে কাজে ফিরিয়ে এনেছি। আমরা পুলিশ সদস্যদের উদ্দেশে বলেতে চাই আপনারা জনগণের পুলিশ হবেন। 

ফেনী জেলা জামায়াতে ইসলামীর এ রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ডা. আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও মোহাম্মদ শাহজাহান। 

দলটির ফেনী জেলা আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের পরিচালনায় সম্মেলনে আরও বক্তৃতা করেন জামায়াত মনোনীত ফেনী-২ আসনের সংসদ-সদস্য প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী, ফেনী-১ আসনের সংসদ-সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যডভোকেট এসএম কামাল উদ্দিন ও ফেনী-৩ আসনের সংসদ-সদস্য প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

‘যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না’ : কুমিল্লা ব্যুরো ও সদর দক্ষিণ প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখছি না। এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা। মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না। শনিবার সকাল ৭টায় ফেনী যাওয়ার সময় কুমিল­ার আলেখারচর বিশ্বরোডে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ-সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় পথসভায় বক্তৃতা করেনÑজামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত সংসদ-সদস্য প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল­া। 

ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডসহ একাধিক পথসভায় বক্তৃতা করেন জামায়াতের আমির।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম