Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে: নার্গিস বেগম

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:২৫ পিএম

নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে: নার্গিস বেগম

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অরাজকতা ও লুটতরাজের সরকারের যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সবাইকে সচেষ্ট ও একতাবদ্ধ হতে হবে। 

নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোনো অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক, তা কখনোই কাম্য হতে পারে না। 

শনিবার (৫ জুলাই) বিকেলে যশোর ঘোপ শহরের ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দল আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্থানীয় মাহমুদুর রহমান স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী সাহিদা আক্তার।

সমাবেশে প্রধান অতিথি নারীদের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি বুঝেছিলেন নারীদের শিক্ষা বিস্তার না হলে জাতির মুক্তি নেই। এ কারণে নারীদের উন্নয়নে জিয়াউর রহমান তৈরি করেছিলেন নারী পুনর্বাসন কেন্দ্র, মহিলা সমিতি, জাতীয় মহিলা সংস্থাসহ নানাবিধ কর্মক্ষেত্র। যার মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা সহজতর হয়েছিল। সে সময় ঘূর্ণায়মান ঋণের ব্যবস্থার কারণে দ্রুত নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পেরেছিল।

প্রধান বক্তার বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনামুক্ত বাতাসে এখন আমরা নিঃশ্বাস নিতে পারছি। এজন্য যে প্রাণান্তকর চেষ্টা হয়েছে তার একক কোনো কৃতিত্ব কারো নেই। মাঠে ময়দানে একজন পুরুষ যেভাবে শারীরিকভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে, দীর্ঘদিন ঘরছাড়া হয়েছে সেই পুরুষদের রাতের আঁধারে শক্তি যুগিয়েছে একজন নারী। ফলে কোনো অবস্থাতেই আমাদের মা-বোনদের অবদান অস্বীকার করার উপায় নেই। আগামীতে বিএনপি নির্বাচিত হলে নারী সমাজের ভাগ্য উন্নয়নে যা যা করা প্রয়োজন তা নিশ্চিত করবে।

বিএনপি নেতা অমিত বলেন, বিগত ১৬ বছর নিরবচ্ছিন্নভাবে একমাত্র বিএনপি আন্দোলন, সংগ্রাম এবং লড়াই করেছে। কোনো রক্তচক্ষুর কাছে আপোস করেনি, কৌশল নেয়নি-পরিচয়ও গোপন করেনি। আর যারা আওয়ামী লীগের সঙ্গে আপোস করেছে, কৌশল করে চলেছে তাদের মানুষ চিহ্নিত করেছে। এজন্য তাদের থেকে আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চান,  সাধারণ সম্পাদক এহসানুল হক সেতুসহ নেতারা। 

সমাবেশ পরিচালনা করেন মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম