ঢাকা-১৮ আসনে প্রধানমন্ত্রী কন্যা পুতুলকে প্রার্থী করার দাবি
যুগান্তর রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ১৮:৫৭:১২ | অনলাইন সংস্করণ
আসন্ন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে উপযুক্ত মনে করছেন এলাকাবাসী। এ আসনে উন্নয়নের স্বার্থে তাকে মনোনয়ন দেয়ার দাবি তুলেছেন তারা।
শনিবার ঢাকা-১৮ আসনে বিমানবন্দরের প্রেম বাগান এলাকায় এক মতবিনিময় সভায় এ দাবি জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মনে করেন, এলাকার ফেলে রাখা কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে যদি সায়মা ওয়াজেদ পুতুলকে মনোনয়ন দেয়া হয়।
সভায় যোগ দিয়ে রাশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওহাব লিটন বলেন, দীর্ঘদিন ধরে আমরা এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত। এলাকার দুর্ভোগ শেষ করতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেয়া প্রয়োজন।
আবদুল ওহাব লিটন বলেন, পুতুল দেশে-বিদেশে যে মেধার পরিচয় দিয়েছেন। দল থেকে আশা করি তাকে মনোনয়ন দেয়া হবে। আমাদের ঢাকা-১৮ আসনেও মানুষ উপকৃত হবে তার মেধা ও দক্ষতা দিয়ে।
উত্তরখান আওয়ামী লীগের নেতা মাসুদ রানা বলেন, আমরা অনেক উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদের ড্রেনেজ ব্যবস্থা নেই। আমাদের রাস্তাঘাটের বেহাল দশা। নাই কোনো সরকারি হাসপাতাল। এখনও পর্যন্ত ঢাকা-১৮ আসনে অনেক জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ আসনে সার্বিক উন্নয়নের জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই তিনি যেন এ আসনে পুতুলকে মনোনয়ন দেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণখান তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক, কৃষকলীগ ঢাকা মহানগর উত্তরের সদস্য কাজী মোহাম্মদ আলী, উত্তরখান থানা আওয়ামী লীগের নেতা মাসুদ রানা, দক্ষিণখান থানা আওয়ামী সাংস্কৃতি ফোরামের সহ-সভাপতি এইচএম আবদুর রহমান, কাচঁপুরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম রাহাত, দক্ষিণখান থানার ৪৯নং ওয়ার্ড তাঁতী লীগের সহ-সভাপতি মো. আফজাল হোসেন, কৃষকলীগের আ. রাজ্জাক, নুর জাহার আক্তার নয়নমনী, কামাল হোসেন, হানিফ মণ্ডলসহ ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত এমপি অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর শূন্য আসনটিতে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে দলের পক্ষ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকা-১৮ আসনে প্রধানমন্ত্রী কন্যা পুতুলকে প্রার্থী করার দাবি
আসন্ন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে উপযুক্ত মনে করছেন এলাকাবাসী। এ আসনে উন্নয়নের স্বার্থে তাকে মনোনয়ন দেয়ার দাবি তুলেছেন তারা।
শনিবার ঢাকা-১৮ আসনে বিমানবন্দরের প্রেম বাগান এলাকায় এক মতবিনিময় সভায় এ দাবি জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মনে করেন, এলাকার ফেলে রাখা কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে যদি সায়মা ওয়াজেদ পুতুলকে মনোনয়ন দেয়া হয়।
সভায় যোগ দিয়ে রাশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওহাব লিটন বলেন, দীর্ঘদিন ধরে আমরা এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত। এলাকার দুর্ভোগ শেষ করতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেয়া প্রয়োজন।
আবদুল ওহাব লিটন বলেন, পুতুল দেশে-বিদেশে যে মেধার পরিচয় দিয়েছেন। দল থেকে আশা করি তাকে মনোনয়ন দেয়া হবে। আমাদের ঢাকা-১৮ আসনেও মানুষ উপকৃত হবে তার মেধা ও দক্ষতা দিয়ে।
উত্তরখান আওয়ামী লীগের নেতা মাসুদ রানা বলেন, আমরা অনেক উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদের ড্রেনেজ ব্যবস্থা নেই। আমাদের রাস্তাঘাটের বেহাল দশা। নাই কোনো সরকারি হাসপাতাল। এখনও পর্যন্ত ঢাকা-১৮ আসনে অনেক জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ আসনে সার্বিক উন্নয়নের জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই তিনি যেন এ আসনে পুতুলকে মনোনয়ন দেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণখান তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক, কৃষকলীগ ঢাকা মহানগর উত্তরের সদস্য কাজী মোহাম্মদ আলী, উত্তরখান থানা আওয়ামী লীগের নেতা মাসুদ রানা, দক্ষিণখান থানা আওয়ামী সাংস্কৃতি ফোরামের সহ-সভাপতি এইচএম আবদুর রহমান, কাচঁপুরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম রাহাত, দক্ষিণখান থানার ৪৯নং ওয়ার্ড তাঁতী লীগের সহ-সভাপতি মো. আফজাল হোসেন, কৃষকলীগের আ. রাজ্জাক, নুর জাহার আক্তার নয়নমনী, কামাল হোসেন, হানিফ মণ্ডলসহ ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত এমপি অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর শূন্য আসনটিতে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে দলের পক্ষ থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে।