বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির শ্রদ্ধা

 যুগান্তর প্রতিবেদন 
০২ আগস্ট ২০২২, ০৭:৩০ পিএম  |  অনলাইন সংস্করণ

জাতীয় শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটি। 

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

উপকমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম ও সদস্য সচিব অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নেতৃত্বে এ সময় কমিটির সদস্য অ্যারোমা দত্ত এমপি, শফি আহমেদ, খ ম হাসান কবির আরিফ, আ ন ম হারুন অর রশিদ, শাহজাহান ইসলাম কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রশিদুল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেও ঘাতকের দল বাংলাদেশকে, বাঙালি জাতিকে দমাতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্ন বাস্তবায়ন করছেন। 

অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, একাত্তরের পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে এই মাসটিকে, এই দিনটিকে বেছে নিয়েছিল। তারা এখনো সক্রিয়। তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক ও ঐক্যবন্ধ থাকতে হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন