জামিনে মুক্তি পেলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাশুক
যুগান্তর প্রতিবেদন
২০ জানুয়ারি ২০২১, ১৯:৩৪:৪৫ | অনলাইন সংস্করণ
দীর্ঘ দুই মাসের বেশি কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
বুধবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে বেরিয়ে যুগান্তরকে এ তথ্য নিজেই জানান মাশুক।
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিনে রাজধানীতে একাধিক স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক অঙ্গণ। গত ১২ নভেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পরই আটক করা হয় বিএনপির এই সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকসহ ১২ নেতাকর্মীকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জামিনে মুক্তি পেলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাশুক
দীর্ঘ দুই মাসের বেশি কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
বুধবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে বেরিয়ে যুগান্তরকে এ তথ্য নিজেই জানান মাশুক।
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিনে রাজধানীতে একাধিক স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক অঙ্গণ। গত ১২ নভেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পরই আটক করা হয় বিএনপির এই সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকসহ ১২ নেতাকর্মীকে।