সরকারের পতন অবশ্যম্ভাবী: আমিনুল
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন। তার পরিবার থেকে বারবার আবেদন-নিবেদন করলেও সরকার সেটিতে কর্ণপাত করছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।এ রকম জালিম সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।তাদের পতন অবশ্যম্ভাবী।
শনিবার রাজধানীর পল্লবী জান্নাতুল মাওয়া কবরস্থান মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান সংগ্রাম পরিষদ এই দোয়া ও মিলাদের আয়োজন করে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, খালেদা জিয়া এদেশের সিনিয়র সিটিজেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি এদেশের পথিকৃৎ। তার আপসহীন নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর আজ তাকেই অবৈধ এ সরকারের নির্মম ও নিষ্ঠুর আচরণ সহ্য করতে হচ্ছে। কিন্তু পৃথিবীর কোনো স্বৈরশাসন স্থায়ীত্ব লাভ করে নাই। এ সরকারও পারবে না। জনগণ তাদের অধিকার ফিরিয়ে নেবেই।
অনুষ্ঠানে পল্লবী থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর সাজ্জাদ হোসেন, রুপনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, অ্যাব যুগ্ম মহাসচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুসহ পল্লবী ও রুপনগর থানা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সরকারের পতন অবশ্যম্ভাবী: আমিনুল
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন। তার পরিবার থেকে বারবার আবেদন-নিবেদন করলেও সরকার সেটিতে কর্ণপাত করছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।এ রকম জালিম সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।তাদের পতন অবশ্যম্ভাবী।
শনিবার রাজধানীর পল্লবী জান্নাতুল মাওয়া কবরস্থান মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান সংগ্রাম পরিষদ এই দোয়া ও মিলাদের আয়োজন করে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, খালেদা জিয়া এদেশের সিনিয়র সিটিজেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি এদেশের পথিকৃৎ। তার আপসহীন নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর আজ তাকেই অবৈধ এ সরকারের নির্মম ও নিষ্ঠুর আচরণ সহ্য করতে হচ্ছে। কিন্তু পৃথিবীর কোনো স্বৈরশাসন স্থায়ীত্ব লাভ করে নাই। এ সরকারও পারবে না। জনগণ তাদের অধিকার ফিরিয়ে নেবেই।
অনুষ্ঠানে পল্লবী থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর সাজ্জাদ হোসেন, রুপনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, অ্যাব যুগ্ম মহাসচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুসহ পল্লবী ও রুপনগর থানা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।