সস্ত্রীক করোনায় আক্রান্ত ফখরুল
স্ত্রী রাহাত আরাসহ করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।চিকিৎসকের পরামর্শে দুজনই তাদের উত্তরার বাসায় আছেন।
মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্যনিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, গতকাল (১০ জানুয়ারি) মহাসচিবের স্ত্রী রাহাত আরার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। পরে আজ (মঙ্গলবার) মহাসচিবের করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তারা দুজনই বাসাতে আছেন।
শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফখরুল ও তার স্ত্রীর খোঁজ-খবর রাখছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সস্ত্রীক করোনায় আক্রান্ত ফখরুল
স্ত্রী রাহাত আরাসহ করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।চিকিৎসকের পরামর্শে দুজনই তাদের উত্তরার বাসায় আছেন।
মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, গতকাল (১০ জানুয়ারি) মহাসচিবের স্ত্রী রাহাত আরার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। পরে আজ (মঙ্গলবার) মহাসচিবের করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তারা দুজনই বাসাতে আছেন।
শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফখরুল ও তার স্ত্রীর খোঁজ-খবর রাখছেন।