আ.লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি: শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে মরহুম কেএম ওবায়দুর রহমানের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলার সব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মীকে আঘাত করা হলে প্রতিঘাত করা হবে। গণতন্ত্রের জন্য এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, আমাদের নেতাকর্মীদের রক্ত দিতে হচ্ছে। আওয়ামী সন্ত্রাসী বাহিনী কোনো হুমকি-ধামকি দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না।’
বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘এ সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বল্পআয়ের মানুষেরা দুবেলা খেতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দারপ্রান্তে। এ সরকারের পতন না ঘটানো পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে, দেশকে ধ্বংস করে দিচ্ছে। জনগণের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই এ সরকারকে আর সময় দেওয়া যাবে না।’
নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান মিরানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল প্রমুখ।
আ.লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি: শামা ওবায়েদ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:২৪:১২ | অনলাইন সংস্করণ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে মরহুম কেএম ওবায়দুর রহমানের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলার সব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মীকে আঘাত করা হলে প্রতিঘাত করা হবে। গণতন্ত্রের জন্য এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, আমাদের নেতাকর্মীদের রক্ত দিতে হচ্ছে। আওয়ামী সন্ত্রাসী বাহিনী কোনো হুমকি-ধামকি দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না।’
বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘এ সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বল্পআয়ের মানুষেরা দুবেলা খেতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দারপ্রান্তে। এ সরকারের পতন না ঘটানো পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে, দেশকে ধ্বংস করে দিচ্ছে। জনগণের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই এ সরকারকে আর সময় দেওয়া যাবে না।’
নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান মিরানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023