তারা আগুন নিয়ে খেলছেন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতির ওপর গড়ে ওঠা এ সরকার এখন তাসের ঘরের মতো টিকে আছে। আন্দোলনের কালবৈশাখিতে শুকনো পাতার মতো উড়ে যাবে। পদ্মা-মেঘনা-যমুনাতে ওরা ভেসে যাবে। বিএনপি নেতাকর্মীদের সে প্রত্যয় নিয়ে এখন নামতে হবে।
রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি শুক্রবার বিকালে এসব কথা বলেন। ‘অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের গ্রেফতার, গায়েবি মামলা ও হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে’ এ সমাবেশ হয়।
ক্ষমতাসীনদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, আজ থলের মধ্য থেকে একের পর এক বিড়াল বেরিয়ে আসছে। এখন তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন যারা চেয়ে খেতেন, যারা সিগারেট চেয়ে খেতেন তারা এখন ব্যাংকের মালিক। তারা এখন বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের মালিক। তারা এখন কোটি কোটি টাকার মালিক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তিনি (ওবায়দুল কাদের) মাঠে নেমে বিএনপির হাত-পা ভেঙে দেওয়ার কথা বলেছেন। সেজন্যই তারা কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে দলীয় ক্যাডার দিয়ে হামলা চালিয়েছেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর মাথা ফাটিয়ে দিয়েছেন। নিপুন এখন হাসপাতালে মৃত্যুশয্যায়। আসলে ক্ষমতাসীনদের উদ্দেশ্য হাত-পা নয়, মাথায় আঘাত করা। বিএনপি ও বিরোধী দলশূন্য করা, যাতে তাদের পদত্যাগের আওয়াজ না ওঠে। তারা নিপীড়ন-নির্যাতন করে কণ্ঠস্বর স্তব্ধ করতে চান।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- কেরানীগঞ্জে নাকি বিএনপি আক্রমণ করেছে। তাহলে নিপুন হাসপাতালে কেন? আসলে স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যার ওপর দেশ শাসন করছেন। কারণ তারা অবৈধ। শেখ হাসিনার অবৈধ কথা শুনছেন। তারা আগুন নিয়ে খেলছেন। এ আগুনেই পুড়ে ছারখার হবে আওয়ামী লীগ।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর দক্ষিণ বিএনপির নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, তানভীর আহমেদ রবিন, আ ন ম সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, ইসহাক সরকার, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
এদিকে কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, কেরানীগঞ্জে পুলিশ বেষ্টনীর মধ্যে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করা হয়েছে। হামলা করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।
মিছিলে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, যুবদলের কেন্দ্রীয় নেতা পার্থ দেব মন্ডল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইব্রাহিম খলিল, মিলাদ উদ্দীন ভূঁইয়া, নাসির উদ্দিন নাসির, মাসুদুর রহমান মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুজন মোল্লা প্রমুখ।
তারা আগুন নিয়ে খেলছেন: রিজভী
যুগান্তর প্রতিবেদন
২৬ মে ২০২৩, ২২:০৪:২৫ | অনলাইন সংস্করণ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতির ওপর গড়ে ওঠা এ সরকার এখন তাসের ঘরের মতো টিকে আছে। আন্দোলনের কালবৈশাখিতে শুকনো পাতার মতো উড়ে যাবে। পদ্মা-মেঘনা-যমুনাতে ওরা ভেসে যাবে। বিএনপি নেতাকর্মীদের সে প্রত্যয় নিয়ে এখন নামতে হবে।
রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি শুক্রবার বিকালে এসব কথা বলেন। ‘অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের গ্রেফতার, গায়েবি মামলা ও হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে’ এ সমাবেশ হয়।
ক্ষমতাসীনদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, আজ থলের মধ্য থেকে একের পর এক বিড়াল বেরিয়ে আসছে। এখন তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন যারা চেয়ে খেতেন, যারা সিগারেট চেয়ে খেতেন তারা এখন ব্যাংকের মালিক। তারা এখন বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের মালিক। তারা এখন কোটি কোটি টাকার মালিক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তিনি (ওবায়দুল কাদের) মাঠে নেমে বিএনপির হাত-পা ভেঙে দেওয়ার কথা বলেছেন। সেজন্যই তারা কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে দলীয় ক্যাডার দিয়ে হামলা চালিয়েছেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর মাথা ফাটিয়ে দিয়েছেন। নিপুন এখন হাসপাতালে মৃত্যুশয্যায়। আসলে ক্ষমতাসীনদের উদ্দেশ্য হাত-পা নয়, মাথায় আঘাত করা। বিএনপি ও বিরোধী দলশূন্য করা, যাতে তাদের পদত্যাগের আওয়াজ না ওঠে। তারা নিপীড়ন-নির্যাতন করে কণ্ঠস্বর স্তব্ধ করতে চান।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- কেরানীগঞ্জে নাকি বিএনপি আক্রমণ করেছে। তাহলে নিপুন হাসপাতালে কেন? আসলে স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যার ওপর দেশ শাসন করছেন। কারণ তারা অবৈধ। শেখ হাসিনার অবৈধ কথা শুনছেন। তারা আগুন নিয়ে খেলছেন। এ আগুনেই পুড়ে ছারখার হবে আওয়ামী লীগ।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর দক্ষিণ বিএনপির নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, তানভীর আহমেদ রবিন, আ ন ম সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, ইসহাক সরকার, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
এদিকে কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, কেরানীগঞ্জে পুলিশ বেষ্টনীর মধ্যে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করা হয়েছে। হামলা করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।
মিছিলে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, যুবদলের কেন্দ্রীয় নেতা পার্থ দেব মন্ডল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইব্রাহিম খলিল, মিলাদ উদ্দীন ভূঁইয়া, নাসির উদ্দিন নাসির, মাসুদুর রহমান মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুজন মোল্লা প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023