শতাধিক নারী উদ্যোক্তা যোগ দিলেন জাতীয় পার্টিতে
যুগান্তর রিপোর্ট
১৪ নভেম্বর ২০২০, ২১:১২:০০ | অনলাইন সংস্করণ
দেশের শতাধিক নারী উদ্যোক্তা ও নারী সংগঠক জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শনিবার পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন তারা।
নারী উদ্যোক্তা ও নারী সংগঠক রোকসানা মিনা, সৈয়দা সোহেল সুলতানা, রুমা কবির সোনিয়া, শারমিন সুলতানা, পারভীন হোসেন, আনোয়ার সিদ্দিকা, তাওফিকুন নেসা লাকী, নাজনীন সুলতানা, তাসলিমা রুমি, মোছা. হ্যাপি, বিউটি আক্তার বিথিসহ শতাধিক নারী সংগঠক জাতীয় পার্টিতে যোগদান করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আকতার এমপি সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য দেন- কেন্দ্রীয় মহিলা পার্টিসহ সভানেত্রী মাহমুদা রহমান মুন্নী, ডা. সেলিমা খান ও রিতু নূর। এতে উপস্থিত ছিলেন- তাসলিমা আকবর রুনা, মিনি খান, মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি, জোসনা আক্তার, সীমানা আমির ও মনোয়ারা বেগম ইতি প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শতাধিক নারী উদ্যোক্তা যোগ দিলেন জাতীয় পার্টিতে
দেশের শতাধিক নারী উদ্যোক্তা ও নারী সংগঠক জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শনিবার পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন তারা।
নারী উদ্যোক্তা ও নারী সংগঠক রোকসানা মিনা, সৈয়দা সোহেল সুলতানা, রুমা কবির সোনিয়া, শারমিন সুলতানা, পারভীন হোসেন, আনোয়ার সিদ্দিকা, তাওফিকুন নেসা লাকী, নাজনীন সুলতানা, তাসলিমা রুমি, মোছা. হ্যাপি, বিউটি আক্তার বিথিসহ শতাধিক নারী সংগঠক জাতীয় পার্টিতে যোগদান করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আকতার এমপি সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য দেন- কেন্দ্রীয় মহিলা পার্টিসহ সভানেত্রী মাহমুদা রহমান মুন্নী, ডা. সেলিমা খান ও রিতু নূর। এতে উপস্থিত ছিলেন- তাসলিমা আকবর রুনা, মিনি খান, মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি, জোসনা আক্তার, সীমানা আমির ও মনোয়ারা বেগম ইতি প্রমুখ।