সংসদে স্কুল-কলেজ বন্ধ রেখে অটো পাস দেয়ার সমালোচনা
সংসদ রিপোর্টার
১৯ নভেম্বর ২০২০, ২২:৫৬:৫২ | অনলাইন সংস্করণ
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটো পাস দেয়ার সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী ভাষণে বিরোধীদলীয় উপনেতা এ সমালোচনা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে জিএম কাদের বলেন, যারা অটো পাস চান, তাদের অটো পাসের সুযোগ দেয়া উচিত। কিন্তু যারা ক্লাস করতে চায়, তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া উচিত এবং যারা পরীক্ষা দিতে চায়, তাদের পরীক্ষার সুযোগ দেয়া উচিত। এটাকে ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার নয়। শিক্ষা মন্ত্রণালয় একটু চেষ্টা করলে করতে পারে। আমি মনে করি, এত সহজভাবে সবকিছু ছেড়ে দেয়া উচিত হবে না। কারণ আমাদের দায়দায়িত্ব আছে ভবিষ্যৎ প্রজšে§র কাছে।
তিনি বলেন, শিক্ষার মতো মৌলিক গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রাখার নামে ব্যাহত করা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। এটা কখনোই মঙ্গলজনক নয়। পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখে সবাইকে অটো পাস দেয়া, এতে মেধাবী ছাত্রদের প্রতি অবিচার করা হচ্ছে। কাজেই বিষয়টি বিবেচনা করা উচিত যে যারা অনুপস্থিত থাকতে চায়, তাদের সেই সুযোগ দেয়া উচিত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সংসদে স্কুল-কলেজ বন্ধ রেখে অটো পাস দেয়ার সমালোচনা
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটো পাস দেয়ার সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী ভাষণে বিরোধীদলীয় উপনেতা এ সমালোচনা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে জিএম কাদের বলেন, যারা অটো পাস চান, তাদের অটো পাসের সুযোগ দেয়া উচিত। কিন্তু যারা ক্লাস করতে চায়, তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া উচিত এবং যারা পরীক্ষা দিতে চায়, তাদের পরীক্ষার সুযোগ দেয়া উচিত। এটাকে ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার নয়। শিক্ষা মন্ত্রণালয় একটু চেষ্টা করলে করতে পারে। আমি মনে করি, এত সহজভাবে সবকিছু ছেড়ে দেয়া উচিত হবে না। কারণ আমাদের দায়দায়িত্ব আছে ভবিষ্যৎ প্রজšে§র কাছে।
তিনি বলেন, শিক্ষার মতো মৌলিক গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রাখার নামে ব্যাহত করা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। এটা কখনোই মঙ্গলজনক নয়। পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখে সবাইকে অটো পাস দেয়া, এতে মেধাবী ছাত্রদের প্রতি অবিচার করা হচ্ছে। কাজেই বিষয়টি বিবেচনা করা উচিত যে যারা অনুপস্থিত থাকতে চায়, তাদের সেই সুযোগ দেয়া উচিত।