জিএম কাদেরের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান সালমা ইসলাম এমপি
যুগান্তর প্রতিবেদন
২২ জানুয়ারি ২০২১, ২১:২৭:০৮ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসে আক্রান্ত পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
তিনি বলেছেন, পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জিএম কাদের দিনরাত পরিশ্রম করছেন। দেশের মানুষের কল্যাণের জন্য তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।
রাজধানীর কাকরাইলে শুক্রবার বাদ আসর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জিএম কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় মহিলা পার্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এতে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি আরও বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উনি এখন একটু ভালোর দিকে। তারপরও আমরা প্রত্যেকেই উনার রোগ মুক্তির জন্য সবসময় দোয়া করে যাচ্ছি। দেশের প্রত্যেককে আমি দোয়া করতে বলব, যেন আমাদের চেয়ারম্যান জিএম কাদের অতি তাড়াতাড়ি ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। খুব তাড়াতাড়ি তার হালটা তিনি ধরেন। উনি যাতে আমাদেরকে নিয়ে দেশ ও জাতির জন্য আবারও কাজ করে এগিয়ে যান।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হেসেন বাবলা এমপি পার্টির চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করায় জাতীয় মহিলা পার্টিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের দেশ ও জাতির জন্য আদর্শবাদী নেতা। তাই তার রোগমুক্তি কামনায় সারা দেশে প্রতিদিনই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
দোয়া পরিচালনা করেন প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি হাফেজ ক্বারী হাবিবুল্লাহ বেলালী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হেনা খান পন্নি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান, জহিরুল আলম রুবেল, অ্যাডভোকেট লাকী বেগম, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, শফিকুল ইসলাম শফিক, সালমা হোসেন, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাইফুল ইসলাম, মো. হুমায়ুন খান, সুলতান মাহমুদ, জহিরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভুইয়া, মো. আখতার হোসেন দেওয়ান, এমএ সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, মো. দ্বীন ইসলাম শেখ, শেখ সারোয়ার, আলমগীর হোসেন, মো. ফারুক শেঠ, আবু ওয়াহাব, অধ্যাপক নুরুল বশর সুজন, জাতীয় মহিলা পার্টির নেত্রী রিতু নুর, মিনি খান, মোমেনা বেগম, জেসমিন নুর প্রিয়াংকা, আসমা আক্তার, ফেরদৌসী বকুল, সীমানা আমির, সাদিয়া শারমিন, লুবনা আহমেদ, কেয়া মাসুদ, জোসনা আক্তার, ঢাকা জেলা মহিলা পার্টির আহ্বায়ক রেশমী হোসেন আজাদ প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জিএম কাদেরের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান সালমা ইসলাম এমপি
করোনাভাইরাসে আক্রান্ত পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
তিনি বলেছেন, পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জিএম কাদের দিনরাত পরিশ্রম করছেন। দেশের মানুষের কল্যাণের জন্য তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।
রাজধানীর কাকরাইলে শুক্রবার বাদ আসর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জিএম কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় মহিলা পার্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এতে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি আরও বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উনি এখন একটু ভালোর দিকে। তারপরও আমরা প্রত্যেকেই উনার রোগ মুক্তির জন্য সবসময় দোয়া করে যাচ্ছি। দেশের প্রত্যেককে আমি দোয়া করতে বলব, যেন আমাদের চেয়ারম্যান জিএম কাদের অতি তাড়াতাড়ি ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। খুব তাড়াতাড়ি তার হালটা তিনি ধরেন। উনি যাতে আমাদেরকে নিয়ে দেশ ও জাতির জন্য আবারও কাজ করে এগিয়ে যান।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হেসেন বাবলা এমপি পার্টির চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করায় জাতীয় মহিলা পার্টিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের দেশ ও জাতির জন্য আদর্শবাদী নেতা। তাই তার রোগমুক্তি কামনায় সারা দেশে প্রতিদিনই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
দোয়া পরিচালনা করেন প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি হাফেজ ক্বারী হাবিবুল্লাহ বেলালী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হেনা খান পন্নি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান, জহিরুল আলম রুবেল, অ্যাডভোকেট লাকী বেগম, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, শফিকুল ইসলাম শফিক, সালমা হোসেন, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাইফুল ইসলাম, মো. হুমায়ুন খান, সুলতান মাহমুদ, জহিরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভুইয়া, মো. আখতার হোসেন দেওয়ান, এমএ সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, মো. দ্বীন ইসলাম শেখ, শেখ সারোয়ার, আলমগীর হোসেন, মো. ফারুক শেঠ, আবু ওয়াহাব, অধ্যাপক নুরুল বশর সুজন, জাতীয় মহিলা পার্টির নেত্রী রিতু নুর, মিনি খান, মোমেনা বেগম, জেসমিন নুর প্রিয়াংকা, আসমা আক্তার, ফেরদৌসী বকুল, সীমানা আমির, সাদিয়া শারমিন, লুবনা আহমেদ, কেয়া মাসুদ, জোসনা আক্তার, ঢাকা জেলা মহিলা পার্টির আহ্বায়ক রেশমী হোসেন আজাদ প্রমুখ।